সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী ২৫ জন বিএনপি-জামাত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে।
এরা হলো- ঝাঐল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইদুল ইসলাম (৫৫), কল্যানী গ্রামের হায়দার আলী (৩০), ধানগড়া গ্রামের নাজমুল (২৪), খিচুরীপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৫৫), খোকশাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক (২৪), সানোয়ার হোসেন (৩৫), দেৌলতপুর গ্রামের জুরান (৪৪), শৈলাবাড়ী গ্রামের বাবলু (৪৫), খোকশাবাড়ী নতুন পাড়ার সবুর (২০), আবুল কাশেস (৬৫), গোপিরপাড়ার এরশাদ (২৫), সাইদুল ইসলাম (২৫), দিয়ারপাচিল গ্রামের আকবর আলী (২৫), চন্দ্রকোনা গ্রামে আব্দুল মোতালেব (২৫) ও শহরের এস.এস. রোডের আনিসুর রহমান। বাকীদের নাম পাওয়া যায়নি।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ও রবিবার রাতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সদর উপজেলার খোকশাবাড়ী, ছোনগাছা ও বহুলী ইউনিয়নের কয়েকটি গ্রাম ও কামারখন্দের ঝাঐল ইউনিয়নে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নৈরাজ্য-নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।