এরা হলেন- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ পূনর্বাসন সি-ব্লকের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী মিনা খাতুন (৩০) এবং সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা খাতুন (২৯)।
মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে স্বামী তাহেরের ঘরে মিনার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মিনার ভাই খোরশেদ আলম থানায় অভিযোগ করেছেন, স্বামী তাহের মিনাকে শ্বাসরোধে হত্যা করেছে।
এসআই আসলাম জানান, দুপুরে আবু তাহের ও তার দ্বিতীয় স্ত্রী ডলি খাতুনকে আটক করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি ফরিদ উদ্দিন ভূইয়া জানান, স্বামীর অনুমতি ছাড়াই আকলিমা ১৮ মে মালয়েশিয়া যাবার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।
সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে আকলিমার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় আকলিমার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আকলিমার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী জসিম ও তার পরিবারের লোকেরা পলাতক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।