আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব ও জিয়া দুই জনের বাংলাদেশের স্বাধীনতায় অকৃত্তিম অবদান রয়েছে!

গোধুলীর রংধনুতে হৃদয়ের নীলাম্বরটা কে সপে দিলাম রঙের এর রাজ্য! আমি আওমলীগ-বিএনপি চিনি না! ৭ মার্চ বাসে করে যাওয়ার সময় মুজিবর রহমানের ভাষনের একটি কথাই তার প্রতি আমার শ্রদ্ধা ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে-"আমি ক্ষমতায় যেতে চাইনা,আমি চাই পুর্ব বাংলার জনগনের স্বার্থ আদায় হোক"! একটা নেতার দেশের প্রতি ভালোবাসার নিদর্শনের জন্য এই একটি কথাই যথেস্ট!salute to him! আর বড় হওয়ার পর স্বাধীনতার ভাষণ জিয়ার মুখেই শুনেছি! মনে হয়না ওটা আধুনিক প্রযুক্তির কার-সাজিতে নকল কোনো ভাষণ! যাই হোক তখনের মত সময়ে এমন সাহসী কে ছিলো? আমি বলতে পারি অন্তত ২০১২ সালে সারা দেশে খুজে ও আপনি ওরকম সাহসী লোক পাবেন না! also salute to him! সবচেয়ে বড় কথা ভালোবাসি এ দেশকে! অস্তিত্বে আমার দেশ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.