বিভীষিকাময় ঐ ভয়াল রাত...!ইতিহাসের বর্বরতম নৃশংস হত্যাযোগ্য।বিকৃত মস্তিষ্কের ঐ নরপিশাচগুলোর অতর্কিত হামলায় থমকে যায় বিশ্ববিবেক...!গোটা নগরী যেন মরণযন্ত্রনা,হাহাকারের তীব্র চিত্কারে কম্পিত...লাশ আর রক্তের বন্যায় ভেসে যাওয়া আদ্র মাটিও যেন এই ভার সহ্য করতে পারছিলনা!!শিশু,বৃদ্ধ,নারী,সুস্থ-অসুস্থ কেউই রক্ষা পায়নি ঐই হিংস্র পাকিস্তানী জারজদের হাত থেকে!পাখির মত গুলি করে মেরেছে নিরীহ মানুষগুলোকে....... এই কালো রাত নিয়ে লিখতে গেলেই আমার সব এলোমেলো হয়ে আসে,হিম হয়ে যায় রক্ত,শরীরে যেন অজানা চরম ক্ষতের অনুভব করি।আমি মুক্তিযুদ্ধ দেখিনি,কিন্তু শতভাগ অনুভব করেছি নানা ক্ষেত্র দিয়ে,সর্বদা ধারন করার চেষ্টা করেছি এর তাত্পর্য।আর তাই বুঝতে শেখার পর থেকেই যুদ্ধে যাবার,যুদ্ধ করার অদম্য ইচ্ছেশক্তি সবসময়েই তাড়া করে ফিরে আমায়।সময় এখন সত্যিই নতুন যুদ্ধ করার,স্বাধীনতাটাকে রক্ষার যুদ্ধ,বাস্তবায়নের যুদ্ধ। বাংলা মায়ের ঐ বীর সন্তানদের আত্মদান,আত্মত্যাগেই 'স্বাধীনতা' শব্দটা আজ আমাদের। লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আজন্ম,অবিরত,অন্তিম...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।