মৃত্যু-উত্তর আমাকে দ্যাখলাম আমার সামনেই বইসা আছি।
আমি কী খুব খুশি হইছিলাম? কোন আমি খুশি হইছিলাম? কোন আমি বিমর্ষ হই নাই? তবে এইটা ঠিক দুই পাড়ের আমিই চমকাইছিলাম। আমি; পরস্পর আমরা- কাউকে ছুঁইয়া দ্যাখি নাই। এক আমি; আরেক আমিকে- আমরা পরস্পরকে আটকানোর চেষ্টা কইরাছি মাত্র। যেনো কোন কালেই আমরা এক আছিলাম না। আজ প্রেমিক-পেমিকার মতো চাইয়্যা আছি- সম্মোহিত।
খুব ভয়াল লগন।
বিড়ালের সামনে সাপ; সাপের সামনে আধার- আধার সামনে বিড়াল।
আমাদের এই লগনে
কে সঁইপাছে কারে- কার নয়নে?
অনিরুদ্ধ আনজির
০২/০৯/২০১৩
সিলেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।