আমাদের কথা খুঁজে নিন

   

ভয়াল ২৯ এপ্রিল'৯১.......... কারো মনে আছে??????



আজ সকালে পত্রিকাটা হাতে নিয়ে একটা নিউজে চোখ আটকে গেল ... ভয়াল ২৯ এপ্রিল । সাথে সাথে একদম চলে গেলাম ২০ বছর আগের সেই ভয়াবহ রাতের কাছে। কয়েকটি ভয়াবহ চিত্রের কথা তুলে ধরবো। । ।

। । । । ।

আব্বা তখন ট্রেনিংয়ে ঢাকায় । চাচাতো একটা ভাই বেড়াতে এসেছিল সে তখনো বাহিরে। হঠাৎ করে বিকালের আকাশটা কালো গাঢ় মেঘে ঢেকে গেল। সন্ধ্যা হওয়ার আগেই বাসায় চলে আসলাম সবাই। আমার বয়স হয়তো তখন মাত্র ৫ বছর।

আমরা চার ভাইবোন মাত্র পড়তে বসেছি হঠাৎ শুরু হয়ে গেল প্রচন্ড বাতাস। ঝড় হাওয়ার তীব্রতা যেন বাড়ছিলই। সাথে সাথে ছিল বজ্রপাত আর প্রচন্ড বর্ষন। আম্মা আমাদের চার ভাইবোনকে নিয়ে পাশের বাড়ীর নানুদের ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঝড়ের তীব্রতা বাহিবে বের হওয়ার কোন উপায় ছিলনা পরে বুঝেছিলাম সেদিন ঝড়ে বাসা থেকে বের হলে কী যে হতো আল্লাহই ভাল জানেন।

এদিকে বাসায় একটা চাল উড়িয়ে নিয়ে গেছে। সেখান দিয়ে আকাশে কঠিন রূপ দেখছিলাম। আর বারান্দার চাল উল্টিয়ে ফেলেছে ঝড়। কিছুক্ষন পরে চাচাতো ভাই ঝড়ের মধ্যে আসায় আর বাসা থেকে বের হওয়া হয়নি। আমাদের পাশের বাসার আন্টি ঝড়ের মধ্যে তার দুই ছেলেমেয়ে সহ এসে বললেন ....... তাদের বাসার দেয়ালগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছিল ।

তারা টেবিলের নিচে গিয়ে বেচে গিয়েছেন । কোন মতে আমাদের বাসায় আসতে পেরেছেন। কয়েকটি বিভিষীকা নিচে তুলে ধরলাম::::::::::::::::::::::; বিভিষীকা -১ : একটি মেয়ের গলায় টিন পড়ে দেহ থেকে গলাটা আলাদা হয়ে কোথায় চলে গিয়েছে। বিভিষীকা- ২:আমাদের বাসার সামনের রাস্তায় গাছ পড়ে একটা গাড়ী আটকা পড়েছিল । গাড়ী থেকে একজন লোক নামার সাথে সাথে ঝড়ের তীব্রতা তাকে ঘুরাতে ঘুরাতে পানিতে নিয়ে ফেলেছিল।

বিভিষীকা -৩ : আমার এক চাচা স্কুলের মাঠ দিয়ে আসার সময় ঝড় তাকে পুরো মাঠে গড়াগড়ি খাইয়েছে। বিভিষীকা-৩: একজন লোক রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিলেন । ঝড় তাকে সাইকেল সহ পুকুরে ফেলেছিল । তিনি দেখেন সাইকেল তিনি চালান না বরং সাইকেল তার উপরে । বিভিষীকা ৪ : আমাদের স্কুলে গিয়ে দেখি স্কুলের কোন বেড়া নেই সকল বইগুলো মাঠ সহ চারিদিকে ছড়ানো।

বিভিষীকা ৫ : আমাদের পাশের বাসার টিন গুলো বহুদূরে পাওয়া গিয়েছিল। বিভিষীকা- ৬ অসংখ্য মানুষকে গৃহহারা হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে দেকেছিলাম। আরও অনেক বিভিষীকাময় পরিস্থিতি হয়তো ছিল কিন্তু আমার ছোট্ট মন এতটুকুই মনে রাখতে পেরেছে আজ পর্যন্ত। ২৯এপ্রিল আসলেই এই স্মৃতি গুলো স্মরন হয়,,,,,,,,,,,,,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।