কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামীকাল ২৬ মার্চ, সোমবার, মহান স্বাধীনতা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল নির্মিত প্রামাণ্যচিত্র 'অপরাজেয় বাংলা'র উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৬২ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র 'অপরাজেয় বাংলা'র দুটি প্রদর্শনী যথাক্রমে সন্ধ্যা ৭টায় এবং রাত ৮টায় অনষ্ঠিত হবে। প্রদর্শনীর পূর্বে দর্শকদের মাঝে ছবিটি নিয়ে অলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও লেখক ফাহমিদুল হক। এছাড়া নির্মাতাও উপস্থিত থেকে দর্শকদের শুভেচ্ছা জানাবেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতীকে পরিণত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ভাস্কর্য অপরাজেয় বাংলাকে ঘিরে উজ্জীবনী চেতনার প্রামাণ্যচিত্র ‘অপরাজেয় বাংলা’। স্বাধীনতার পরে এই ভাস্কর্যকে ঘিরে নানা ঘটনা নিয়ে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। এক সময় ক্ষমতাসীনদের সহযোগিতায় মৌলবাদীদের এই ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং জনগণের প্রতিরোধ, নানা তথ্য ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।