https://twitter.com/akrambsl গত ২২শে মার্চে বাংলাদেশ এবং দেশের বাহিরে অবস্হানরত সবার উৎকন্ঠা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যের খেলা নিয়ে। দেশের বর্তমান রাজনীতির অবস্হায়ও কি সরকারী দল প্রধান কিংবা বিরোধীদল প্রধান, অথবা সাবেক প্রেসিডেন্ট কেউই বাদ যান নি ; সবাই হাজির হয়েছিলেন খেলার মাঠে টাইগারদের উৎসাহ দিতে! এটাতেই প্রমান হয়, দেশের জন্য ভালবাসা শেষ হয়ে যায়নি। টিভির পর্দায় দেখা মানুষের উৎসাহিত কিংবা বিমর্ষ মুখ ই প্রমান করে দেশের জন্য মানুষের কি কঠিন ভালবাসা! মনে হচ্ছিল সেই ৭১ এর কথা। কি ভাবে সারা দেশের মানুষ এক হয়ে যুদ্দ্ব করছিলো! ২২শে মার্চ ও যেনো সারা দুনিয়ার বাংলাদেশীরা এক হয়েছিলো টাইগারদের সাথে একত্রে। রাজনীতিতে হাসিনা-খালেদা-এরশাদ সবাই সবার প্রতিদন্দ্বী হলেও সবাই কিন্তু খেলার মাঠে হাজির হয়েছিলেন একই উদ্দেশ্য নিয়ে। যেনো এক ক্রান্তিকালে আমরা সবাই এক হয়ে ছিলাম। আমরা কি পারিনা ঠিক এইভাবে সবাই একত্রে মিলে দেশটাকে সামনে নিয়ে যেতে? সাকিব কে জন্মদিনের শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।