আমি একজন সাংবাদিক পড়া-লিখা শিখে আমি হব মহাজ্ঞানী তাইনা দেখে দেশ-মাটি ধন্য হবে জানি। ধোকা খেয়ে বোকা সেজে ররই নাকো আর গুরুজনে ভক্তি দেবো করি অঙ্গীকার। ছোট যারা পাবে তারা স্নেহ-ভালবাসা সত্যবাদী হবো বলে মনে বড় আশা। কভু যেন কটু কথা আর না মুখে আসে দুস্থ জনে দেখে মোরে, দুঃখ তুলে হাসে। মিথ্যে যেথা ছায়া ফেলে সত্য যেথা নাই বীর বেশে সেথা গিয়ে লড়াই করি ভাই। ঘরে ঘরে আলো জ্বেলে আঁধার করি নাশ জ্ঞানীয় হয়ে বেঁচে থাকি সুখের করি চাষ। ধান ধান্যে কর্মে ভরবে সারা দেশ চিরকাল সুখে রবো দলব গুপ্ত ধন দুঃসাধ্যকে সাধ্যে নিতে এখন করি পণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।