আমাদের কথা খুঁজে নিন

   

খোকার শহীদ মিনার

I like kids .I love them all

চুপিসারে চলে গেছে খোকা ঝুম বৃষ্টিতে ভিজে একা একা চলে গেছে কেউ দেখেনি আকাশে রুপালী চাঁদ তখন মেঘের আড়ালে লুকিয়ে ছিল। কাউকে জানতে দেবেনা মায়ের জন্য সে যাচ্ছে আরেক মাকে আনতে সেই পথ কেউ যেন আগলে না দাড়ায়। খোকা গেছে ! মাকে না বলে চলে গেছে মায়ের অশ্রু ভেজা চোখ যদি গতি রোধ করে মায়ের আচল যদি ছাড়তে না চায়। খোকা যুদ্ধে যাবে,দেশ মাতাকে জীবন উজাড়করে ভালবাসে সেই মাকে বাঁচাতে তাকেতো যেতেই হবে। ভোরের পাখিরা তখনো জেগে ওঠেনি রাতের শিশির দুর্বা ঘাসের ডগায় ডগায় মাথা উচু করে আছে খোকার পা ভেজাবে বলে।

খোকা ছুটে চলেছে দুরন্ত পায়ে কাঁেধ মেমশনগান,বুকে অজস্র ভালবাসা। বোর রাতে ফজরের আজান শুনে মা জেগে উঠেছেন পাশের বিছানাতে খোকা নেই মা ছুটছে অদৃশ্য খোকার পদচিহ্ন ধরে। খোকা চুপিসারে পালাতে গিয়েও পালাতে পারেনা মায়ের কল্পনার পদচিহ্ন রাস্তাতে পরিণত হয় কোন এক দৈব বলে সত্যিই মা তাকে ধরে ফেলে। আর বুঝি যুদ্ধে যাওয়া হলোনা মায়ের আঁচলের সাথে খোকা বুঝি বাধা পড়ে যায় অসহ্য যন্ত্রনায় কেদে ওঠে খোকা। বুকে জড়িয়ে ধরে মা তাকে দুটি কথা বলে খোকা বোঝেনা;যেন কথা নয় স্বপ্ন "‍যা বাবা তোকেতো জন্ম দিয়েছি দেশের জন্য জীবন দিয়ে ফিরিয়ে আন সকল মায়েদের মাকে।

" খোকার বুকে সাহস বেড়ে যায় বাধার পাহাড় গুলো ধুলোয় উড়িয়ে দিয়ে বিজয় নিয়ে মাকে নিয়ে ফিরে আসে খোকা আমরা তখন ফুল হাতে শহীদ মিনারে। চুপিসারে পালিয়ে যাওয়া সেই খোকা বলে শহীদ মিনারে যাব কেন ফুল হাতে আমাদের ঘরেইতো সাতকোটি জননী জীবন্ত শহীদমিনার হয়ে আছে। হাসি মুখে আপন ছেলেকে যুদ্ধে পাঠিয়ে যেই মা আচলে মুখ ঢেকে কাদে আমি সব ফুলগুলো তার পায়ে রেখে দেব। জাজাফী ঢাকা বিশ্ববিদ্যালয় ১২ মে ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।