ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) দুপুরে সাদেক হোসেনের গোপীবাগের বাড়িতে যায় একদল পুলিশ। তারা তল্লাশি চালায় এবং বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করে। ”
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা ওই বাড়িতে ছিলেন না। এর আগে সোমবার রাতে খোকার গুলশানের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে বিএনপি অভিযোগ করেছে।
ঢাকার সাবেক মেয়র খোকা গুলশানের বাড়িতে থাকলেও অভিযানের সময় ছিলেন না বলে সোমবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
“ওই সময়ে তাদের (পুলিশ) যে রকম চণ্ডমূর্তি দেখা গেছে, তিনি (খোকা) থাকলে গ্রেপ্তার হতেন,” বলেন রিজভী।
বিএনপির সহসভাপতি খোকা সোমবার বিকালে দলের এক সভায় ২৫ অক্টোবর সরকারি দলের যে কোনো হামলা মোকাবেলায় দলীয় কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তত থাকতে বলেন।
“পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-খন্তা-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ”
রিজভী বলেন, “সাদেক হোসেন খোকা এই সরকারের বিরুদ্ধে শক্তভাবে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন।
এজন্য তিনি আজ তাদের রোষাণলে পড়েছেন। ”
নির্দলীয় সরকার দাবির আন্দোলন দমনে সরকার বিরোধীদলীয় নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করছে বিএনপি।
তিনি বলেন, সরকার আগামী ২৫ অক্টোবর বিএনপির সভা পণ্ড করতে নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে কর্মীদের মনে ভয় ধরাতে চাইছে।
“তবে কোনো ভয়ভীতিতে কাজ হবে না। ২৫ তারিখের জনসভায় মানুষ পদাতিকের মতো ভূমিকা পালন করবে।
তারা গণতন্ত্রের ভাষা ধারণ করে এই জনসভায় যোগ দেবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।