আমাদের কথা খুঁজে নিন

   

খোকার ঘুম!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

রূপকুমারী, চুপকুমারী ডুব দিয়েছে নদীর জলে
চাঁদের বুড়ি চরকা কাটে বসে চাঁদের পাহাড় কোলে।
নীল-ভোমরা, লাল ভোমরা কৌটো ভরে পুকুর তলে
কে রেখেছে? ডালিম কুমার আসছে তারে খুঁজবে বলে।
একটা কুঁড়ে ঘুরছে কেন মুরগির পা'র ওপর বসে?
দেও দানোদের ভয় না পেয়ে রাজপুত্তুর আসছে ধেয়ে
হাতে নিয়ে ছোট্ট খাড়া ধরছে ঘোড়ার কানটি কষে!
তেপান্তরের মাঠ পেরিয়ে, ডাইনি বুড়ির ঘাট পেরিয়ে
ঢাল-তলোয়ার হাতে নিয়ে, আসছে খোকা মেঘ উড়িয়ে
যাবেই যাবে যতই আঁধার হোক তবু সে বন পেরিয়ে।
মায়ের হাতের ছোঁয়ায় খোকার চোখ খুলে যায় ঘুমটি টুটে
রাত্রে পড়া রূপকথা বই খাটের নীচে ধূলায় লোটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।