নিজ বিশ্বাসে অটল, আমি সফল, এইতো আমার অর্জন।
খোকার একদুই
আব্দুল কাইয়ুম
খোকা পড়ে এক
খায় শুধু কেক,
খোকা পড়ে দুই
দেখে দেখে বই।
যখন বলে তিন
বাজে তখন বীণ,
শুনে যখন চার
বলে বার বার।
পড়ে পাচ, ছয়
বারে বারে কয়,
সাত, আট, নয়
খোকার পড়া হয়।
২৯.০৭.০৮
গাজীপুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।