আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক নয়া দিগন্তের জোচ্চুরি!!!

ব্লগার হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব ভাল লাগে। ক্রমেই বিভিন্ন সাইডে আমরা যারা ব্লগ লিখছি তাদের কদর মিডিয়ায় বারছে। অনেক পত্রিকাই ব্লগ থেকে লেখা নিয়ে কপি পেষ্ট করছে। তবে নাক উচু পত্রিকা গুলি সামান্য সৌজন্য প্রকাশ করতেও দ্বিধা প্রকাশ করছে। সম্প্রতি বিএনপির পাকিস্তানের গোয়েন্দা সংস্থা হতে টাকা খাওয়া নিয়ে অনেক মাঠ গরম করা হয়েছে।

মানহানি করা হয়েছে প্রথম আলো সহ বেশ কিছু হলুদ পত্রিকার দ্বারা। এ নিয়ে চমৎকার একটি পোষ্টকে ষ্টিকি করে এসবি। সেখানে লিংক পড়ে অনেকেই বুঝতে পারে ভারতের টাকা খাওয়া ঢাকতেই প্রথম আলো ,জয় আর দিপন্কর মিলে একটি মিথ্যে গাজাখোরি নিউজ এর মাধ্যেমে খালেদা জিয়ার দলকে কুলসিত করার অপচেষ্টা করছে। অকাঠ্য প্রমাণ লেখাটিতে থাকায় প্রথম আলো বাধ্য হয় তাদের মিথ্যাচার মুছে দিতে। কিন্তু মিথ্যে খবর প্রকাশের কারনে বরাবরের মতই প্রত্রিকাটি বালুর গর্তে মাথা লুকিয়ে রাখে।

তাদের এরকম করাটা মানায় কিন্তু আশ্চর্য হলাম লেখক সাকিব রায়হানের লেখাটি পড়ে। তিনি বলেছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ব্লগার এক্টিভিসের লেখাটি সরাসরি কপি করে মেরে দিলেও সামান্য সৌজন্য প্রকাশ করেনি নয়া দিগন্ত! এই ধরণের কর্ম কেন করলো একটি জামায়াত পন্থি পত্রিকা? জানতে ইচ্ছে করছে। উত্তর কারো জানা থাকলে জানাবেন  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.