আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় আমাদেরই।

মাননীয় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ১২ই মার্চ ডাক দিয়েছেন মহাসমাবেশের। !!!!!!! হাজার হাজার লাখো লাখো লোক রাস্তায় নেমে এসেছে। ( সত্য ) বি এন পি এর মতে ৭-৮ লক্ষের বেশি লোকসমাগম তারা করতে পেরেছে। ( সত্য ) আওয়ামী লীগ তাদের অনেক বাধা দিয়েও মহাসমাবেশ আটকাতে পারলো না। ( সত্য ) ১৪ই মার্চ পাল্টা কর্মসূচীর ডাক দিলেন আওয়ামী লীগ প্রধান ও গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

( সত্য ) তিনিও বিশাল সমাবেশ করলেন। ( সত্য ) দেশের মঙ্গলের জন্য জনগণের সামনে আরও একবার অনেক সত্য কথা সম্বলিত ভাষণ দিলেন। ( সত্য ) আমরা এই দুই ভাষণ অনেক মনোযোগ সহকারে শুনলাম। ( সত্য ) আমরা অবশেষে ভরসা পেলাম আমাদের সরকার ও বিরোধীদল এর কাছ থেকে। ( সত্য ) আমরা ২২ শে মার্চ ৩০০০০( মাত্র ) দর্শক গেলাম মিরপুরে আমাদের দেশের মহাসমাবেশে ( সত্য ) আমরা পারলাম না বি এন পি কিংবা আওয়ামী লীগ এর চেয়ে বড় সমাবেশ করতে।

( সত্য ) আমরা পারি না একটা জাতি হিসেবে এক হয়ে আমাদের স্বাধীনতা হরণকারী দলগুলোর বিপক্ষে দাঁড়াতে। ( সত্য ) আমরা ১৬ কোটি মানুষ আজ দলবদ্ধ। ( মিথ্যা ) আমরা আমাদের কষ্টে ১৬ কোটি লোকের ৩২ কোটি আঁখিজল দেখেছি। ( মিথ্যা ) আমরা পারবো আমাদের আরাধ্য স্বাধীনতা অর্জন করতে। ( মিথ্যা ) বি এন পি কিংবা আওয়ামী লীগ এর বেড়াজাল থেকে আমরা বেরুবো।

( মিথ্যা ) আমরা রুখে দেব সকল কালো শক্তিকে। ( মিথ্যা ) আমরা গড়ব আমাদের সোনার বাংলা যা হয়তো কারো স্বপ্নের সাথে মিলবে না । ( মিথ্যা ) পারবো,পারবো,পারবো এবং পারবো। ( মিথ্যা ) বিজয়ী আমরা বলা গেলনা.................................। দেশপ্রেমিক আমাদের বলা গেলনা.....................।

সত্যিকারের দেশপ্রেমিক তো মিথ্যায় বিশ্বাসী হয় না......। তবে কি বাকি মিথ্যাগুলো সত্য করতে পারবো আমরা.........? বলতে কি পারবো " বিজয় আমদেরই" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.