‘ন্যায় যুদ্ধে বাঙালি’
বিগত বছরের ধারাবাহিকতার সূত্র ধরে আগামী ১৪, ১৫, ১৬ ই ডিসেম্বর, ’১০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন (স্লোগান’৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্পন্দন’৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি, সাংস্কৃতিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ব্যাকবেঞ্চার) মিলে “রক্তে রাঙা বিজয় আমার” শীর্ষক বিজয় উৎসবের আয়োজন করতে যাচ্ছে। তিনদিন ব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে থাকছে মানবন্ধন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আর্ট ইনস্টলেশন, আলোর মিছিল ও রাজাকারদের কুশপুত্তলিকা দাহ, মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে মাল্টিমিডিয়া প্রদর্শণী, প্রদর্শনী বিতর্ক, মশাল প্রজ্জ্বলন, সাস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উড্ডয়ন, আতশবাজি উৎসব, রাজাকারদের ব্যাঙ্গচিত্রে ডার্ট নিক্ষেপ, বিজয় মুহূর্ত উদযাপন, চলচ্চিত্র প্রদর্শনী এবং বায়োস্কোপ।
আগামী কাল (১৪ই ডিসেম্বর, ২০১০) সকাল ১০:৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এ বিজয় উদযাপনের অনুষ্ঠানসূচী
অনুষ্ঠানসূচী:
“রক্তে রাঙা বিজয় আমার-‘১০”
তারিখ - সময় - স্থান - আয়োজনের নাম - আয়োজনে
১৪-১২-১০ - সকাল - ১০:৪৫মি. - শহীদ স্মৃতি চত্ত্বর (ভিসি চত্ত্বর) -তিনদিন ব্যাপী রক্তে রাঙা বিজয় আমার-’১০ এর উদ্বোধন - উল্লেখিত ৯টি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন
১৪-১২-১০ - সকাল ১১:০০মি. - শহীদ স্মৃতি চত্ত্বর (ভিসি চত্ত্বর) - মুক্তিযুদ্ধে শিক্ষক হত্যাকারীসহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের মানববন্ধন - উল্লেখিত ৯টি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
১৪-১২-১০ - বিকাল ০২:৩০ মি. - টিএসসি চত্ত্বর - "আমার ভালবাসার পতাকা " - শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আর্ট ইনস্টলেশন - স্লোগান’৭১।
১৪-১২-১০ - বিকাল ৫:৩০ মি.- টিএসসি চত্ত্বর - আলোর মিছিল ও রাজাকারদের কুশপুত্তলিকা দাহ-স্পন্দন’৭১।
১৪-১২-১০ - সন্ধ্যা ৬:০০ - টিএসসি চত্ত্বর আলোকচিত্রে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে মাল্টিমিডিয়া প্রদর্শণী - ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।
১৫-১২-১০ - বিকাল ৪:০০ মি - টিএসসি চত্ত্বর - প্রদর্শনী বিতর্ক - ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
১৫-১৭-১০ - বিকাল ৪:১০ মি - টিএসসি চত্ত্বর - বিজয় মশাল প্রজ্জ্বলন - ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি।
১৫-১৭-১০ - বিকাল ৫:৩০ মি. - টিএসসি চত্ত্বর - সাস্কৃতিক অনুষ্ঠান - উল্লেখিত ৯টি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
১৫-১৭-১০ - রাত ৮:৩০ মি - টিএসসি চত্ত্বর - ফানুস উড্ডয়ন - বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংগঠন।
১৫-১২-১০ - রাত ১১:৫৫ - শহীদ রাজু স্মৃতি চত্ত্বর - আতশবাজি উৎসব - স্লোগান’৭১।
১৬-১২-১০ - সকাল ১০:০০মি - টিএসটি চত্ত্বর - রাজাকারদের ব্যঙ্গচিত্রে ডার্ট নিক্ষেপ - স্লোগান’৭১।
১৬-১২-১০ - বিকাল ০৪:৩১মি - টিএসসি চত্ত্বর - বিজয় মুহূর্ত উদযাপন - ব্যাকবেঞ্চারস্।
১৬-১২-১০ - সন্ধ্যা ০৫:৩১ মি - টিএসসি চত্ত্বর - মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী - ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
১৬-১২-১০ - সন্ধ্যা ০৭:০০ মি - টিএসসি চত্ত্বর - বায়োস্কোপ - স্লোগান’৭১
আপনারা সবান্ধবে আমন্ত্রিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।