আমাদের কথা খুঁজে নিন

   

পর্দা প্রথা ও ইসলাম

সাহিত্য লেখক প্রশ্ন ৫ ইসামে পর্দা প্রথা চালু আছে। অনেকে বউকে ঘরের মধ্যে রেখে বাহির থেকে তালা বন্ধ করে চলে যান। মেয়েদের স্কুল-কলেজে যেতে হয়। এমন কি কর্ম স্খলে যেতে হয়। কায়েই পর্দা বলতে কি বুঝায়? উত্তর:- পবিএ কোরআনের সুরা নিশায় র্বণনা আছে।

বিস্তারিত মুফতিদের কাছে শুনুন। আমি যা বুঝি তা হলো প্রাগ ইসলামিক যুগে ব্যভিচার একটা নিত্য নইমিত্তিক ব্যাপার ছিল। এখনও ই য়োরুপ আমে রিকায় উনমুক্ত বা ফ্রী ছেকস বইধো বলে বিবেচিত। ইসলাম এর মূল উচ্ছেদ করার জন্য পবিএ কোর আনে আয়াত নাজেল হয়। মেয়ে এবং পুরষের কতটুকু আবৃত রাখতে হবে তার বর্ণনা আছে।

যদি শালিন জামা কাপড় পরে বাহির হয় তবে কোন দোষ আছে বলে মনে হয়না। যিনি সমস্ত ঢেকে চোখে কাল চশমা পরেন তিনিতো অন্য পুরুষকে চশমার ফাকে দেখতে পারেন। তাহলে গোড়ামির আবশ্যক কি ?প্রকৃতপক্ষে পর্দা মেয়ে পুরুষ উভয়ের মনে ও সমাজ ব্যাবস্খায়। যারা মেয়েদের ঘড়ের মধ্যে তালাবন্ধ করে রাখে তাদের জানা উচিৎ মেয়েদের পুরুষরাই প্রোচিত করে থাকে। কাজেই এ সব বিকৃত রুচি সম্পন্ন পুরুষদেরই তালাবন্ধি করে রাখা উচিৎ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।