আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের হাসি

ধূ ধূ বালু চর। কোথাও এক ফোটা পানি চিহৃ পর্যন্ত নেই। ক্ষেতি জমি ফেটেঁ চৌচির। কৃষকের চোখে জল। এই জলের এক একটা ফোটা যেন পাশান মাটিতে অমিত্রের মতো পরছে।

কারণ, জল মাটিতে স্পর্শ করা মাত্রই তার অস্তিত্ব যেন বিলিন হয়ে যাচ্ছে। কৃষক একবার চিৎকার করতে চায় কিন্তু কে যেন ফিস ফিস করে কৃষকের কানে বলে তুমি পুরুষ চিৎকার করে কান্না তোমার সোভা পায় না। কৃষক আকাশের দিকে চায়, তখনও তার দুচোখ বেয়ে অবিরাম অশ্রু গরিয়ে পরছে। সে ভেবে পায় না কার কাছে অভিযোগ দিবে? কাকে নালিস করবে? কার কাছে গিয়ে বলবে এসো দেখে যাও আমার বুকের ব্যাথা? আহা রে! যদি এক ফোটা জল পেতাম আমার জমির জন্য। মনে হয় আল্লাহপাক কৃষকের দোয়া কবুল করে..।

গভীর রাতে কাল বৈশাখীর ঝড় শুরু হয়। কৃষকের এক চিলতে ছনের বাড়ি সেই ঝড়ের কবলে পরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কৃষক তার পরিবারকে নিয়ে কোন মতে এই ভয়ংকর রাতটা পার করে। অতপর আসে সকাল। রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে।

তাই কৃষক সকাল সকাল গেল তার ফসলি জমি দেখতে। এদিকে তার ঘর নেই। সে এখন একজন ঘর হারা মানুষ। কৃষক যখন তার জমি খানা দেখলো তখন সে আর তার চোখের জল ধরে রাখতে পারলো না। আজ সে অতিমাত্রায় চিৎকার করে কাঁদতে থাকলো।

ছেলে বললো বাবা তুমি কাঁদছো কেন। আমাদের ঘরের দরকার নাই আমরা গাছতলাতেই থাকতে পারবো। কৃষক তখন ছেলের দিকে তাকিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে বললো, বাবা রে! আমি আমার ঘরের জন্য কাঁদছি না। আমি আজ কাঁদছি আনন্দে। দেখ আমার ফসলি জমিতে কি পরিমান পানি।

তোর মা আর তোরে আর কষ্ট করতে হইবো না। এই জমির ফসল কাইটা আমরা টিনের বাড়ি বানাইতে পারমো রে বাপ। ছেলে তার কি বুঝলো জানি না, তবে সে দুই হাতে তালি দিতে দিতে মার কাছে গিয়ে বললো মা বাপজান বলছে আমাগো টিনের বাড়ি হইবো। এই গল্পটা আমাদের ক্রিকেট দলের জন্য। আমরা যা চেয়েছি তারা আমাদের তার চাইতেও অনেক অনেক বেশি সম্মান এসে দিয়েছেন।

অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা রইল প্রতিটি ক্রিকেটারের জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.