আমাদের কথা খুঁজে নিন

   

বাম্পার ফলন এবং কৃষকের মাথায় হাত

বোরো ফসলে আরেকটি বাম্পার ফলনের প্রতীক্ষায় দেশ এবং একই সাথে কৃষকের মাথায় হাত। ধান কাটার মহাযঞ্জ শুবু হয়ে গেছে হাওড় এলাকায়। দক্ষিণাঞ্চলে ধান কাটছে কৃষক। মৌসুমে তেমন কোনো প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় ধানের ফলন বেড়েছে আর একই সাথে কমতে শুরু করেছে চালের দাম। গত কয়েকদিনে চালের মূল্য ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে।

কথা হচ্ছিল রংপুরের কৃষকদের সাথে। প্রতি কেজি ধান ফলাতে তাদের খরচ হয়েছে ১৭ টাকা ৫০ পয়সা। সে হিসেবে ৫৫০ টাকার মতো খরচ হয়েছে প্রতি মন ধানে। অথচ বাজারে ধানের দাম ৫০০ টাকার নিচে। কোথাও কোথাও আরো কম।

গত কয়েক মৌসুমে কৃষক বার বার মার খেয়েছে। কখনো আলুতে, কখনো ধানে এবং কখনো সবজিতে। একেকটি বাম্পার ফলনে সরকারের হাসি বাড়ে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষও আনন্দিত হয় -- হয়তো এবার আরো কমে চাল কেনা যাবে বলে। কিন্তু যারা ফসল ফলায় তাদের অবস্থা ভাবার কেউ নেই।

বৃষ্টিতে ভিজে তারা মাঠে কাজ করবেন, শীতে জর্জরিত হবেন, রোদে পুড়বেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশের সরকার ও সুশীল সমাজ কৃষকদের মহারাজা খেতার দেবেন। কিন্তু এই কৃষকরা যে প্রতিদিন নিজের পুজি ও সম্পদ হারাচ্ছে তার খবর কে রাখে? সাতক্ষীরার এক কৃষক আক্ষেপ করে বলছিলেন --- ফসলের মাঠের দিকে তাকিয়ে সবাই হাসে, কিন্তু বাজার থেকে ফিরে আসি দুঃখ নিয়ে কারণ ফসলের তো দাম পাই না। যশোরে দেখা হযেছিল কৃষি সচিবের সাথে। বললাম ধানের মূল্যটা এখনই র্নিধারণ না করলে কৃষককে বাচানো যাবে না।

তিনিও একমত হলেন। কৃষি বিভাগের মহাপরিচালক সহ আরো অনেকেই একমত হলেন। কিন্তু তাদের তো কিছু করার নেই। কারণ ধানের ক্রয়মূল্য নির্ধারণ করবে খাদ্য মন্ত্রণালয়। শোনা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে দাম নির্ধারিত হবে।

কিন্তু ততদিনে তো কৃষকের অবস্থা শেষ। কারণ দরিদ্র ক্ষুদ্র কৃষকদের ঋণ শোধ করতে হবে। নতুন ফষলের জন্য উপকরণ কিনতে হবে তাই ফসল বেচে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। একেকটি বাম্পার ফলন হয়, দেশ উন্নয়নের জোয়ারে ভাসে। দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পায়, আড়তদার মহাজনদের ব্যবসা বাড়ে।

চাল কলের মালিকদের উদর স্ফীত হয় কিন্তু সেই কৃষক, যিনি ফসল ফলান তার অবস্থা হয় আরো খারাপ। যে এক কোটি কৃষক সবার খাদ্যের যোগান দেয় তাদের প্রতি এই উদাসীনতা কষ্টকর। দেশের আপামর নাগরিকরা কি এই কৃষকদের অধিকার সম্পর্কে সোচ্চার হতে পারেন না? শিল্প মালিকদের সমিতি আছে, তারা তাদের অধিকারের কথা বলে, কৃষকদের অধিকারের কথা বলার কি কেউ নেই? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.