আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের হাসি কান্না।

অনেক দেখার বাকি আছে। কৃষক দেখ আপন মনে বুনছে ধানের বীজ, ফসল তারা তুলবে ঘরে ফুটলে ধানের শীষ। স্বপ্ন তাদের সবার মনে করছে বীজ বপন দুঃখ তাদের যাবে চলে উঠলে ঘরে ধান। এসব ভেবে গাইছে তারা ভাটিয়ালী গান। কিন্তু মাঝে বিপদ তাদের আসবে বারে বারে সন্ধ্যা মাঝে ঘরে ফিরলেই এসব মনে পরে। প্রথম বিপদ সার, সেচ তাদের করতে হবে জয় সার,সেচ তারা দিতে পারলে তবেই উঠবে ধান। আরও আছে ঝড় তুফান আর বন্যার হাতছানি, এসব থেকে রক্ষা পেলেই ভরবে তাদের ডোল। ইতিমধ্যেই রৃনের বোঝা চাপছে তাদের ঘারে, ধানগুলো সব বিক্রি করে শোধ করতে হবে তারে। (অনেক দিন আগে লিখেছিলাম ।এখনো অসমাপ্ত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.