গত ৩টা ম্যাচে এই দুই জনের পারফরম্যান্স একটু দেখুন! বাংলাদেশ-ইণ্ডিয়া ম্যাচ: ওপেনার নাজিমুদ্দিন--১৫ বলে ৫ রান!! (ষ্ট্রাইকিং রেট ৩৩.৩৩%) বোলার শাহাদত-----১০ ওভার ৮১ রান (কোন উইকেট নাই) বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ: ওপেনার নাজিমুদ্দিন--৭ বলে ৬ রান!! (যাক বল নষ্ট করে নাই) বোলার শাহাদত-----৮ ওভার ৫১ রান (উইকেট ১টা) বাংলাদেশ-পাকিস্থান (আজকের ম্যাচ) ম্যাচ: ওপেনার নাজিমুদ্দিন-৫২ বলে ১৬ রান!! (ষ্ট্রাইকিং রেট ৩০.৭৬%) বোলার শাহাদত-----৯ ওভার ৬৩ রান (কোন উইকেট নাই) আজ আশা করেছিলাম দুজন থেকে অন্তত একজন হলেও বাদ পড়বে, কিন্ত না তারা আজও দাপটের সাথে টিকে আছে। একজনতো শেষ ওভারে উনার সেরাটা দেখিয়ে দিয়েছেন। আরেকজন কি দেখাবেন তার অপেক্ষা করছি। বাংলাদেশের জন্য শুভকামনা, এত কিছুর পরও ম্যাচটা আমাদের হবে তাই আশা করছি। বাংলাদেশ ম্যাচ জিতার পর ঐ দুজন আনন্দ করলেও মেজাজ খারাপ হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।