শাহাদাত রুয়েট, আপনি "প্রতিদিনের হাদীস" নামে নিয়মিত লিখেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আপনার লিখায় আমাকে কমেন্ট করতে দেন না। আমাকে বল্ক করে রেখেছেন। কিন্তু কেন বলতে পারেন? আমার অপরাধ কি। আপনার লিখার সমালোচনা করাটা কি আমার অন্যায়? আপনার লিখায় সমালোচা করা এই ব্লগে সকলের গণতান্ত্রিক অধিকার! আমার ধারনা আপনার দূর্বলতার কারনে আমাকে আপনি আপনার লিখায় কমেন্ট করতে দেন না। কারন আমার কমেন্ট এর উত্তর আপনি দিতে পারেন না, কি ঠিক তায়কি? যদি তায় হয় তাহলে আপনি মুক্ত চিন্তার কথা কি ভাবে লিখবেন! আপনার দূর্বলতা কাটাতে হলে আপনার লিখা বিষয়ে সকলকে সিয়ার করতে দিন আর নয়তো আপনাকে ধর্ম নিয়ে অনেক পড়তে হবে, অনেক গবেষনা করতে হবে। আতুরে অবস্থায় থেকে ধর্ম নিয়ে লিখা যায় না। যায় কেবল বই দেখে দু'একটি হাদীস লিখা। ভালো থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।