আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে বাংলাদেশ : পাকিস্তানের সংগ্রহ ২৩৬ রান

আমি আলোকিত পৃথীবির স্বপ্ন দেখি স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে বাংলাদেশ : পাকিস্তানের সংগ্রহ ২৩৬ রান http://abnews24.net/newsdetails/5/2719 ঢাকা, ২২ মার্চ, এবিনিউজ : এশিয়া কাপের ফাইনালে জিতে স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে বাংলাদেশ। তাদের টার্গেট ২৩৭ রান। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ব্যাট করতে নেমে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। এরপর উমর আকমল ও হাম্মাদ আজমের ৫৯ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালায় মিসবাহ-উল-হকের দল। তবে গুলকে হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

পাকিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান। এক পর্যায়ে ৭০ রানে চার উইকেট হারিয়ে মারাত্মক চাপের মুখে পড়ে পাকিস্তান। এর আগে দিবারাত্রির এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ নিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের চার ম্যাচের চারটিতেই টস জিতে ফিল্ডিং নিলেন মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই মাশরাফির বলে ক্যাচ দিয়ে নাসির জামশেদের উইকেট হারায় পাকিস্তান।

সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৯ রান। ১৯ রানে বিদায় নেন ইউনুস খান। ইউনুস খান (১) ফেরেন নাজমুল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে। ব্যক্তিগত ১৩ রানে রান-আউট হন অধিনায়ক মিসবাহ-উল হক। ৪০ রান করা মোহাম্মদ হাফিজকে ফেরান আব্দুর রাজ্জাক।

আজম ও আকমল দুজনেই ৩০ রান করে আউট হন। আফ্রিদি করেন ৩২ রান। এশিয়া কাপের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৯৮৪ থেকে ২০১২- এই ২৮ বছরে মোট ১১ বার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। ১৯৯০ সাল ছাড়া সব কটিতেই অংশ নিয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হয়েও উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপে পাকিস্তানিদের ব্যর্থতার পাল্লাই ভারি।

এ নিয়ে মোট তিনবার তারা এশিয়া কাপের ফাইনালে খেলছে। তবে দলটি শিরোপা জিতেছে শুধু একবার- ২০০০ সালে। পক্ষান্তরে বাংলাদেশ এবারই প্রথমবারের মতো ফাইনাল উঠেছে। পাকিস্তানের ইনিংস: মোহাম্মদ হাফিজ- ৪০ (৮৭), নাসির জামশেদ- ৯ (৮), ইউনিস খান- ১ (৫), মিজবাহ উল হক- ১৩ (২৩), ওমর আকমল- ৩০ (৪৫), হাম্মদ আজম-৩০ (৩৭), শাহেদ আফ্রিদি- ৩২ (২২), সরফরাজ আহমেদ- ৪৬* (৫২), ওমর গুল- ৪ (৬), সাঈদ আজমল- ৪ (৭), আইজাজ চিমা- ৯ (১১), অতিরিক্ত ১৬; মাশরাফি ২/৪৮, নাজমূল ১/৩৬, আবদুর রাজ্জাক ২/২৬, শাহাদাত ০/৬৩, সাকিব ২/৩৯, মাহমুদউল্লাহ ১/১৪। বাংলাদেশ দল : তামিম ইকবাল, নাজিমউদ্দিন, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, নাজমুল হোসেন, আবদুর রাজ্জাক ও শাহাদাত হোসেন।

http://abnews24.net/newsdetails/5/2719 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.