নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই মোটর বাইকের জগতে হোন্ডা একটি অনন্য নাম। এক সময় মোটরসাইকেল বলতেই মানুষ হোন্ডা কে বুঝতো। তাই এখ্নও অনেকে বলেন হোন্ডা চেপে ঘুরে এলাম। বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা কাব ৫০সিসি, সিডি৮০, সিডিআই১০০, সিজিআই১২৫, ১১০, ২০০সিসি এবং সাম্প্রতিক সময়ে শাইন ১২৫সিসি এবং ইউনিকর্ন১৫০সিসি দেখা যায়। বর্তমান সময়ে হোন্ডা বাইক গুলো সরাসরি জাপান থেকে আমদানি বন্ধ থাকায় পাকিস্তান থেকে কিছু বাইক আসে। যেমন ৮০সিসি এবং ১২৫ সিসি। হোন্ডার কোন কোন মডেলগুলো এখন বাংলাদেশে কিনতে পাওয়া যায় কারো জানা থাকলে আওয়াজ দিয়েন। আমার এই পেজটি খালি পড়ে আছে http://www.motorcyclevalley.com/?s=3&brand=1
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।