মোটরসাইকেলের দাম মাত্র ২ হাজার ২০০ টাকা!
একটি মোটরসাইকেলের দাম
কত? আজকের দিনে এটা জানতে বিশেষজ্ঞ হওয়ার
প্রয়োজন হয় না। নতুন
একটি মোটরসাইকেলের মূল্য সর্বনিন্ম
এক লাখ টাকার কিছু কম-বেশি হওয়ার কথা। আর
পুরাতন মোটরসাইকেলের মূল্য
আর যাই হোক ২ হাজার ২০০ টাকায়
যে মিলবে না এটা পাগলেও বুঝে । এই
দামে কেউ যদি কিনে থাকে,
সেটা হবে অবিশ্বাস্য। আর এই
অবিশ্বাস্য কাজটিই করেছেন সাবেক
পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
# সংবাদ_সর্বশেষ
তিনি এবার তার হলফনামায়
একটি মোটরসাইকেলের মূ্ল্য
দেখিয়েছেন মাত্র ২ হাজার ২০০
টাকা।
দশম জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচন
কমিশনের নিকট
যে হলফনামা দিয়েছেন
তাতে তিনি একটি মোটরসাইকেলের
মূল্য উল্লেখ করেছেন মাত্র ২ হাজার
২০০ টাকা!
চোখ কপালে তোলার এখানেই শেষ নয়।
সাবেক এই মন্ত্রী একটি খাট,
আলমারি, চেয়ার, টেবিলের মূল্য
দাবি করেছেন মাত্র ৯০০টাকা!
এছাড়া তার নগদ অর্থের পরিমাণ
দেখিয়েছেন ৩৫৯ টাকা!
যেখানে তার ব্যাংকে আমানত
রয়েছে ১৮লাখ ৬৭ হাজার টাকা।
- ঢাকা টাইমস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।