আজকাল বেশ কিছু উঠতি বয়সী ছেলেরা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কে নেশাগ্রস্থ অবস্থাতে বেপরোয়া ভাবে ও ঊচ্চ (দ্রুত) গতিতে নিত্যনতুন দ্রুত গতি সম্পূর্ন মোটর সাইকেল (রেসিংবাইক) চালিয়ে বেড়াচ্ছে এবং নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড, সড়ক দূর্ঘটনা ঘটাচ্ছে। এতে করে শান্তি নগরী রাজশাহীর আইন শৃংলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই এ ব্যাপারে অভিভাবক মহল সহ সকলেকে সচেতন হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এরই পাশাপাশি রাজশাহী মহানগর পুলিশ-এর উর্দ্ধোতন কর্তৃপকে এ ব্যপারে বিশেষ অভিযান পরিচালনা করে এসব দ্রুত গতি সম্পূর্ন মোটর সাইকেল (রেসিংবাইক) চালক যারা বেপরোয়া ভাবে চালাচ্ছে তাদের কে গাড়িসহ আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানানো হলো। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে গতিরোধক প্রয়োজন অনুযায়ী স্থাপন করার জন্য যথাযথ কর্তৃপরে নিকট জোর দাবী জানানো হলো। শোক প্রকাশ: গত ২৫.০২.১২ইং রোজ শনিবার রাজশাহী মহানগরীর কলাবাগান নতুন বাইপাশ রোডে নগরীর ভাটাপাড়া এলাকার বেপরোয়া ও দ্রুত গতির রেসিং বাইক চালক কাজলের ইয়ামাহা এফজেড-এস (রেজিট্রেশন বিহীন) এর চাপায় গোল্ডেন বয়েজ কমিটি'র প্রচার সম্পাদক মো: শামীউল আলীমের ভাতিজা সামীর (৮) নিহত হওয়ায় গোল্ডেন বয়েজ কমিটি'র প গভীর ভাবে শোক প্রকাশ করেছেন গোল্ডেন বয়েজ কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম সেলিম রকি। তিনি নিহতের আত্নার শান্তি কামনা করেছেন এবং নিহতের শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বেপরোয়া রেসিং বাইক চালক কাজলের কঠোর শাস্তি প্রশাসনের নিকট দাবী করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।