আমাদের কথা খুঁজে নিন

   

এখনো পায়ে হেটে রাস্তা পার হ'ই..

তুই থেকে তুমি, অতঃপর আরোদুটি ভগ্নহৃদয়ে ক্লান্তপ্রাণ । এখনো পায়ে হেটে রাস্তা পার হ'ই| এদিক তাকাই, ওদিক তাকাই| গড়ির জটলায় কিছু রিক্সা চালক সামনের চাকা খানিকটা বাঁকা করে রাস্তা পার হতে দেয়| আমিও কাৎহয়ে প্রায় অনুপ্রস্থ হয়েই রাস্তা পার হ'ই| সতর্ক'ই থাকি, তবুও কোথা'ও না কোথা'ও পা লাগে, গা লাগে, কাধ কিংবা হাত লাগে| না তাকিয়েই, যেখানটা লাগে, হাত দিয়ে তা ঝেরে নেই| অন্য কারো সাথে গা লাগলে, মুখে বলার সময় হয়তো থাকেনা, মনেই বলি "স্যরি ভাই"| এ সময়, কারো দিকে তাকাই না, তাকাতে গেলেই, প্রায় দেখি কেউ একজন আগে থেকেই তাকিয়া আছে, চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হ'ই, চোখ সরাই| রাস্তা পার হয়ে, একটু দাড়াই, ফিরে তাকাই, হালকা কাধ উঁচিয়ে মুখ দিয়েই একটা নাতিদীর্ঘ শ্বাস ফেলি… তারপর সামনে তাকাই, বাড়াই বা পা| তাৎক্ষণিক ভুলে যাই… পার হ'ওয়ার পরপর'ই, পায়ে হেটে, রাস্তা পার হ'ওয়ার অনুঘটনাগুলো ভুলে যাই|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.