আমাদের কথা খুঁজে নিন

   

কেয়া কসমেটিকসের রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসইসি জানিয়েছে, কেয়া কসমেটিকস তাদের বিদ্যমান একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে প্রায় ১৪৭ কোটি ৯৮ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ করবে। সংগৃহীত টাকা কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ ও চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এ ছাড়া নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা দিতে না পারায় গতকালের কমিশন সভায় চারটি কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। কোম্পানি চারটি হলো—আমাম সি ফুড, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ, রাসপিট (ইনক) বাংলাদেশ ও ঢাকা ফিশারিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.