আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিয় দর্শকমন্ডলী, আসসালামুয়ালাইকুম। আমি চোরধরী জাফ্রুল্লা সারপত....

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর সুপ্রিয় দর্শকমন্ডলী, আসসালামুয়ালাইকুম। আমি চোরধরী জাফ্রুল্লা সারপত ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্দু স্টেরেডিয়াম থুক্কু শেরাবাংলা স্টেরেডিয়াম থেকে আপনাদের সব্বাইকে হৃদয়ের অন্তস্থল থেকে স্বাগতম জানাচ্ছি আজকের হাই "ভোল্টেজ বাংলাদেইশ এবং সিরিলংকা" খেলা দেখার জননো। আপনারা সব্বাই ইতিমধ্য জেনে গেছেন, আজকে জিতলেই বাংলাদেশ সেই অধরা, ঐতিহাসিক, অনন্য, বিরল, নব যুগ সিস্টিকারী এশিয়া কাপের ফাইনালে চলে যাভে। আপনারা এও জেনে গেছেন আজকে বাংলাদেইশের বুম বুম খ্যাত, মার মার কাট কাট, ড্যাশিং ওপেইনার ঐ তামমিম ইখবালের জন্মদিন। আপানারা হয়ত এও জানেন আজকে বাংলাদেশের ক্রিকেটের জনক, সাবেক ক্রিকেটার পেরেসিডেন্ট ইরশাদের জন্মদিন। আজকে বাংলাদেইশের ২০ কোটি জনগণ আশা করবে অন্তত ঐ তামমিমের জন্মদিনের উপহার স্বরূপ কিংবা ঐ ইরশাদের জন্মদিনকে স্মরণীয়-বরণীয় করে রাখতে হলেও বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনবে। চলুন আমরা এখন চলে যায় আবারো ধারাভাষ্য কক্ষে, যেখানে কথা বলার জন্যে উন্মুখ হয়ে বসে আছেন বাংলাদেইশের একমাত্র ইংরেজী জানা ধারাভাষ্যকার, বাংলার গর্ভ ঐ শামিম আশরাফ!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.