প্রত্যাবর্তন
দিনের রবি যেই চোখ মেলে চায়
সবুজ ধরণী ভরে আলোর খেলায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
ফুলগুলি দোল খায় পূবালী হাওয়ায়
পাখিগুলি সুরে সুরে যেই গান গায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
বৃষ্টির জলে যেই পথ ভিজে যায়
তারপর রামধনু সাতরঙে রাঙায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
নদীর পাড় জলে ভরে যায়
মাঝি যেই গান ধরে উদাস গলায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
নিরব রাত্রি নিঝুম নিরালায়
আকাশ যখনি ভরে স্নিগ্ধ জোছনায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
পরিশেষ:
ডুবে যাই যখনি ব্লগের ভাবনায়
একটা কবিতা যেই আসে মাথায়
তখনি তাদের কথা মনে পড়ে যায়।
আজ বন্ধু দিবসে তাদের(আমাদের সকল ব্লগর বন্ধুদের)
জানাই নিরন্তর শুভেচ্ছা।
"শুভ বন্ধু দিবস"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।