আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কথায় ওঠা-বসা করে বাংলাদেশঃ পিসিবি

চাকাগুলো ঘুরে ঘুরে সাইকেল চলে যায় পাশের দেশ ভারতের কথায় ওঠাবসা করে বাংলাদেশ! এমন দাবীই করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দাবি করেছেন আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে নাক গলাচ্ছে ভারত। ভারতের কথামতোই এখন পাকিস্তান সফরে যেতে চাইছে না বাংলাদেশ। তাদের মতে সবকিছুই ঠিক ছিল। বাংলাদেশের পর্যবেক্ষক দল এসে নিরাপত্তা ব্যাবস্থা দেখে সন্তোষও প্রকাশ করেছিল।

কিন্তু এ ইস্যুতে হঠাৎ সংশয় প্রকাশ করেছেন বিসিবি প্রধান মোস্তফা কামাল। নিরাপত্তার ব্যাপারে আইসিসি’র সম্মতি না পেলে সেখানে দল পাঠাবেন না বলে জানিয়েছেন কামাল। এতেই চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা দাবি করছে ভারত নাকি বাংলাদেশকে পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই দুই দেশ সবসময় ভারতের কথামতো চলে।

তাই এখন এ ব্যাপারে ভারতের নাক গলানোটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। অবশ্য, পাকিস্তান কতৃপক্ষের এমন কথা বলার আগে নিজেদের অবস্থা ভাবা উচিত ছিল। কারন তাদের দেশেই বন্ধুত্বের খাতিরে ঝুকি নিয়েও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে এসেছিল। পরিনতিতে সন্ত্রাসীদের গুলি হজম করতে হয়েছিল লঙ্কান ক্রিকেটারদের। লঙ্কানদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি পাকিস্তানীরা।

এমন অবস্থায় পাকিস্তানীদের এভাবে হাকডাক মারাটা ‘চোরের মায়ের বড় গলার’ মতোই শোনা যাচ্ছে। সূত্রঃ খবরটোয়েন্টিফোর.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.