আজকে শেখ হাসিনার একটি বক্তব্যসংবাদমাধ্যমে পড়ে পুরনো একটি গল্পের কথা মনে পড়ে গেল। গল্পটি ছিল এরকম....... এক লোক গ্রামের মসজিদের ইমামকে আটকানোর জন্য প্রশ্ন করল- ‘হুজুর আপনি তো বড় বড় ওয়াজ করেন, বলেন তো দেখি ফেরাউনের নানীর নাম কি?’ আবার হুজুরও কম যান না! তিনি ওই ব্যক্তিকে উল্টো প্রশ্ন করলেন- ‘তুমি কি দোয়া-ই কুনুত জান?’ তখন ওই লোক উত্তর দিল- না। হুজুর বললেন- ‘তুমি দোয়া-ই কুনুত জান না, অথচ ফেরাউনের নানীর নাম জানতে আসছ। দোয়া-ই কুনুত জানা তো ওয়াজিব। আর ফেরাউনের নানীর নাম জানা ফরজ-ওয়াজিব-সুন্নত-নফল কিছুই না। তুমি আগে দোয়া-ই কুনুত শিখে আস। তারপর আমি তোমাকে ফেরাউনের নানীর নাম বলছি।’ দেশের একজন নগন্য নাগরিক হিসেবে মাননীয়া প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেত্রীর কাছে আমার করজোড় মিনতি- আমাদের ফেরাউনের নানীর নাম জানার দরকার নাই, আমাদের দরকার ওয়াজিব কাজ ‘দোয়া-ই কুনুত’ জানা। আমাদের একটু শান্তিতে থাকতে দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।