আমাদের কথা খুঁজে নিন

   

ফেরাউনের বুদ্ধিজীবিরা ফিরে আসে বারবার।



কুরআন পড়তে গিয়ে চমৎকার মিল খুঁজে পেলাম চলমান আলোচিত ইস্যুগুলোর সাথে। সংশ্লিষ্ট সেই আয়াত তিনটির অনুবাদ তুলে দিচ্ছি- আপনিই মিলিয়ে দেখুন, কিভাবে ফেরাউনের বুদ্ধিজীবিরা বারবার স্বরূপে ফিরে আসে, সংকট কিভাবে আসে আর কোন পন্থায়ই বা তার মোকাবেলা করতে হয়ঃ সূরা নং ৭, আল আরাফ, আয়াত ১২৭, ১২৮ ও ১২৯ 'ফেরাউনকে তার জাতির প্রধানরা বললোঃ " তুমি কি মূসা ও তার জাতিকে এমনিই ছেড়ে দেবে যে, তারা দেশে বিপর্যয় সৃষ্টি করে বেড়াক এবং তোমার ও তোমার মাবুদদের বন্দেগি পরিত্যাগ করুক?" ফেরাউন জবাব দিলঃ "আমি তাদের পুত্রদের হত্যা করবো এবং তাদের কন্যাদের জীবিত রাখবো। আমরা তাদের ওপর প্রবল কর্তৃত্বের অধিকারী। " মূসা তার জাতিকে বললোঃ "আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো। এ পৃথিবী তো আল্লারই।

তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এর উত্তরাধীকারী করেন। আর যারা তাঁকে ভয় করে কাজ করে, চূড়ান্ত সাফল্য তাদের জন্য নির্ধারিত" তার জাতির লোকেরা বললোঃ "তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং তোমার আসার পরেও নির্যাতিত হচ্ছি। " সে জবাব দিলঃ "শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন, এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা করবেন, তারপর তোমরা কেমন কাজ করো তা তিনি দেখবেন। " ' ............................................................................ ফেরাউনের বুদ্ধিজীবিরা ফেরাউনকে উসকানি দিল মূসা আ.এর বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। মূসা আ. কে বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন সময়ে ফেরাউন পরাস্থ করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।

সর্বশেষ, জনমত যখন মূসা আ. এর দিকে ঝুঁকলো তখন প্রমাদ গুনলো তার বুদ্ধিজীবিরা। তারা এবার দমন নিপিড়িন চালানোর জন্য ফেরাউনকে উত্তেজিত করতে লাগলো। ফেরাউনও তার চাটুকারদের কথায় সায় দিয়ে সে পথেই অগ্রসর হলো। অন্যদিকে ফেরাউনের কোপানল দেখে শংকিত মূসা আ. এর কওম আবেদন করলো মূসা আ.এর কাছে। মূসা আ. তাদেরকে যে ট্রেনিং দিলেন তা আল্লাহর বান্দাদের জন্য চীরদিনের তরে অনুকরণীয়।

তিনি তাদেরকে ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার ট্রেনিং দিলেন। আরো পরিষ্কার করে দিলেন, ফেরাউনরা যতই লম্ফ ঝম্প করুক, এ পৃথিবীর প্রকৃত শাসক মহান রব্বুল আলামীন। পৃথিবীর শাসনের উত্তরাধিকার কে পাবে আর কে উৎপাটিত হবে, তা আল্লাহ নির্ধারণ করেন। বাড়াবাড়ি যারা করে তাদের এ পৃথিবীতে বেশিদিন সুযোগ দেয়া হয়না, একসময় আল্লাহর পাকড়াও তাদেরকে ঘিরে ধরে। সুতরাং তাঁরই কাছে সাহায্য চাওয়া হচ্ছে মুমিনের কাজ, সেই সাথে নিজ কর্মসূচিতে অটল থাকা।

ফেরাউনের বুদ্ধিজীবিরা যুগে যুগে ফিরে আসে, আর মূসা আ. এর তার অনুসারীদেরকে ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপনের ট্রেনিং যুগে যুগে যারাই অনুসরণ করে, তাদের জন্য সফলতার হাতছানিও বারবার ফিরে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।