সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই। আজ নিশি ঘুমাবনা আমি,
তোর তরে প্রিয় হৃদয়ের সুধা পিয়াব।
আজ, আঁখিবুজে প্রনয়ের পথে চলিব।
আজ নিশি রঙ্গিন হবে,
স্বপনের মায়া রবে,
ঘোর লাগা অনিমেশে ফাগুন বহিয়া যাবে;
আজ নিশি ঘুমাব না তোর তরে।
দূর বাতায়ন খুলি সুগন্ধ আসি উড়ি
ভরিবে মোর কুঠিরে।
আমি সেথা দু'হাত ভরি অঙ্গে জড়াব তোরই
লুটায়বো পুষ্পকাননে।
সহসা সঙ্গিত রেনু বাজিবে ধেনু ধেনু
রাঙ্গিবে মন প্রান সকলি।
আজ শুধু অনুভবে চাহিয়া নয়ন পানে
কথামালা গাথিব দুজনে।
আজ নিশি ঘুমাব না;
রজনি জাগিয়া রবে থেকে থেকে
ভাসিয়া প্রেমের ভেলায় মাতিয়া প্রানের মেলায়
দু'জনে যাব চলি একাকারে মিশিমিশি;
পরানের অবসানে।
[রাতজাগা কোন দিনে;
দিনক্ষন হারায়....
খুজি সারাক্ষনে।
]
বি:দ্র:- আমার লেখা কবিতা না। কবির অনুমতি নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।