হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ.... এলোমেলো শব্দে লিখে ফেললাম "রাত জাগা স্বপ্ন" কবিতাটা। বাসার পাশে রাস্তার কাজ চলছে পুরোদ্যমে। কিছুক্ষন পর পর হাঁক-ডাকের শব্দ শোনা যাচ্ছে তাদের; মাঝে মাঝে মাল বোঝাই ট্রাক এসে ইট-বালু ফেলে যাচ্ছে। এই সব রাত জাগা মানুষদের নিয়ে কবিতাটা লিখলাম। যাদের কাছে রাত মানেই কাজে নেমে পড়া !! রাতজাগা স্বপ্ন এ রাত এখন আর ঘুমায় না ক্ষণে ক্ষণে জেগে ওঠে দুগ্ধপোষ্য শিশুর মত দিনের আলোতে ক্ষণিকের মেঘ-ঘুমে যায় ক্লান্তি-বিন্দু ঘাম ঝরানোর যত ! এ রাত এখন আঁধার হয় না হয়তো ভয় পায়, গা-ঘেঁষে বসা কিশোরীর মতন শব্দের খেলাঘর দোল তুলে যায় নিশীথের বুক চিড়ে অব্যক্ত কথন এ রাত এখন আর স্বপ্ন দেখায় না দু’চোখে মাখায় না ঊষার আভাস দিনের আলো হারায় নিয়নের আলোয় প্রতীক্ষায় জাগায় না কাক-ডাকা সুবাস এ রাত এখন আর ঘুমদেবীর নয় এ রাত এখন আর স্বপ্নময় নয় এ রাত এখন কঠোর-কঠিন এ রাতেও মানুষ নামে জীবন ভাসায় কাজের নেশার সাথে পাল্লা দিয়ে আশায় কিংবা সর্বনাশায় ! _______________________________________ _______________________________________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।