জীবনটা আজ আর কিছু মনে হয়না
তিমির রাতে শুন্যতা হাহাকার করে ।
ক্লান্ত হয়ে মধ্যদুপুরে
এখন আমি প্রেমিকার স্পর্শ ছাড়া ক্ষয়ে যাই ,
নিকোষ কালো আঁধারে
ঢেউতোলা নদীর জলে ডুব দেই ।
নিশুতি রাতে
এখন আর কথা হয়না প্রেমিকার সাথে ,
হারানো জোছনার সাথে হারানো গল্পের আর দেখা হয়না ।
নিঃশব্দ ভর করে যায় নিঃসঙ্গ গাংচিলের ডানায়
ক্ষয়ে যায় প্রচণ্ড আবেগ ।
কোথাও কেউ নেই
যে আমাকে রোদ ছুঁয়ে যাওয়া সময়ে গল্প বলবে ,
হাতে হাত রেখে স্পর্শ খুঁজবে ।
কোথাও শব্দের প্রলয় নেই ,
তুমি কেমন আছো সেই কথাটা কেউ ছুড়ে দিবে।
আমি এখন ক্লান্ত পাখির বেশে
তার নির্লিপ্ততা খুঁজে বেড়াই তার চোখের ভাঁজে ,
এখনও স্বপ্ন আঁকি
দুমড়ে মুচড়ে পড়ি সেই স্বপ্নের ভাঁজে ।
এখন আমি আর ঘুমাতে পারিনা রাতে
রাতজাগা পাখি হয়ে গেছি সেই কবে তাকে দেখে ,
আর তাই আমি মেঘদল আর জোছনার ভিড়ে বেঁচে দেই আমাকে
বিদীর্ণ হই প্রতিরাতে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।