আমাদের কথা খুঁজে নিন

   

'বায়োস্কোপ ফিল্ম সোসাইটি'র চলচ্চিত্র প্রদর্শনী

হবিগঞ্জের চলচ্চিত্র বিষয়ক প্রথম সংগঠন “বায়োস্কোপ ফিল্ম সোসাইটি” দ্বিতীয় বারের মত আয়োজন করেছে চলচ্চিত্র প্রদর্শনীর। এইবারের প্রদর্শনীতে তারা দেখাচ্ছে উদিয়মান তরুণ মেধাবী পরিচালক 'হাসিবুর রেজা কল্লোল' এর বাউল সম্রাট ফকির লালন সাঁই এর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র "অন্ধ নিরাঙ্গঁম" এবং কমেডি কিংবদন্তি চার্লি চ্যাপলিন এর অনবদ্য সৃষ্টি "দ্যা কিড" চলচ্চিত্রদ্বয়। এই প্রদর্শনী সম্পর্কে সংগঠনটির সভাপতি জনাব আফজাল সুযন বলেন "বায়োস্কোপ ফিল্ম সোসাইটি" তার দর্শকদের সবসময়ই ভালো কিছু দেখাতে চেষ্টা করে। এবং আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশ-বিদেশের গুণী চলচ্চিত্রকারদের ভালো কাজ দর্শকদের দেখানো এবং এর সম্পর্কে আগ্রহী করা। আর আমাদের এইবারের প্রদর্শনীর "অন্ধ নিরাঙ্গঁম" ছবিটি ফকির লালন সাঁই এর উপর নির্মিত এযাবৎকালের সবচেয়ে বস্তুনিষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম।

তাই আমরা এই ছবিটি আমাদের দর্শকদের দেখাতে উৎসাহী হই। আর চার্লি চ্যাপলিন এর 'দ্যা কিড' হচ্ছে বিদেশী ভালো চলচ্চিত্রের প্রতি আমাদের দর্শকদের আগ্রহী করার প্রথম প্রয়াস। এর আগে হবিগঞ্জে কোন বিদেশী চলচ্চিত্রের প্রদর্শনী হয়নি। " প্রদর্শনী শুরু হবে আগামী ৩০ জুন '১৩ তারিখ বিকাল ৫:৩০ মিনিটে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনী শুরু হবে "অন্ধ নিরাঙ্গঁম" ছবি প্রদর্শনের মাধ্যমে।

তারপর সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেখানো হবে চার্লি চ্যাপলিন এর "দ্যা কিড" ছবিটি। তাদের এইবারের প্রদর্শনীতে টিকেট এর ব্যবস্থা রাখা হয়েছে। এ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ শিপন বলেন 'যেকোন ধরণের সংগঠন পরিচালনার জন্য বেশ ভালো পরিমাণ টাকার প্রয়োজন হয়। আর আমাদের সংগঠনটি মূলত স্কুল, কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত। তাদের কাছে স্বাভাবিকভাবেই এইরকম একটি সংগঠন পরিচালনার জন্য প্রয়োজনীয় টাকা থাকার কথা না।

তাই অনেকটা বাধ্য হয়েই টিকেটের ব্যবস্থা করতে হয়েছে। আর টিকেটের মূল্য ও সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা হয়েছে। তবে উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আমরা দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী। " সংগঠনের কার্যনির্বাহী সদস্য সঞ্জয় দাশ এবং আজিজুল গাফফার বলেন 'আমাদের এই প্রদর্শনীতে হবিগঞ্জ জেলার অনেক গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রন জানানো হয়েছে, অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছেন এবং আসবেন বলে জানিয়েছেন। আর আমাদের প্রচারণার কাজও প্রায় শেষ।

এরই মধ্যে আমরা লিফলেট, পোস্টারিং, মাইকিং এর মাধ্যমে হবিগঞ্জ শহরের বেশীরভাগ মানুষকের আমাদের এই প্রদর্শনীর কথা জানাতে পেরিছি বলে আমাদের ধারনা। " 'বায়োস্কোপ ফিল্ম সোসাইটি'র কার্যকরী সদস্য লিটন তালুকদার, শাওন, রুবেল বলেন 'খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের পুরো অনুষ্ঠানটি করতে হচ্ছে বলে স্বাভাবিকভাবেই অনেক ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আশা করি দর্শকরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ' সংগঠনের অন্য সদস্যরা সাজু, পার্থ, শুব্রত, বলেন ' "বায়োস্কোপ ফিল্ম সোসাইটি"র সাথে কাজ করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা মনে করি তরুন প্রজন্মের এই ধরণের কাজের সাথে নিজেদের সংশ্লিষ্ট করা উচিত।

' মুক্তিযুদ্ধের এবং অসাম্প্রদায়িকতার চেতনায় দীক্ষিত চলচ্চিত্র বিষয়ক সংগঠন "বায়োস্কোপ ফিল্ম সোসাইটি" মূলত গঠিত হয় ২১শে জানুয়ারি ২০১২ সালে। তারপর ২৯শে ফেব্রুয়ারি ২০১২ তে 'আমার বন্ধু রাশেদ' এর উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় তাদের আনুষ্ঠানিক যাত্রা। তারপর বিভিন্ন সাংগঠনিক জটিলতা এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে আরো একটি প্রদর্শনীর জন্য তাদের অপেক্ষা করতে হয় প্রায় দেড় বছর! অবশেষে সকল বাধা-বিপত্তি পেরিয়ে "ম্যাক্সওয়েল একাডেমিক কেয়ার" এর সহযোগিতায় তারা "ম্যাক্সওয়েল-বায়োস্কোপ ফিল্ম সোসাইটি চলচ্চিত্র প্রদর্শনী '১৩" এর আয়োজন করেছে। তাদের সাথে যোগাযোগ করার ঠিকানা : Email: facebook fan page: বায়োস্কোপ ফিল্ম সোসাইটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।