আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ার দালালদের দেখলে করুনা হয় । এস্কিমো আপনি বিদেশেই থাকুন , ওখানেই আপনাকে ভালো মানায়

হাইড আমি অতো কিছু বুঝতে চাইনা । আমার কাছে বাংলাদেশ মানে আমার মা । সেই মায়ের গায়ে যারা হাত দেবে তারা কখনই আমার বন্ধু হতে পারেনা । সেই হাত যতো শক্তিশালীই হোক তা ভেঙে দেয়া হবে । আমার শক্তি কম হতে পারে ।

তাই বলে মায়ের অপমান সহ্য করার মতো কাপুরুষ এখনো হইনি । এস্কিমো অনেক তো দালালি করলেন। অনেক খোড়া যুক্তি দেখিয়ে নিজের মতবাদ প্রতিষ্ঠা করার বহু চেষ্টা করলেন । কিন্তু সমস্যা অন্যখানে । অন্যায়কে কখনো যুক্তি দিয়ে ন্যায় বানানো যায় না ।

কবি আবদুল হাকিম ( সম্ভবত , আবদুল করিম ও হতে পারে ) বলেছেন : নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ? তো আপনি বিদেশেই থাকুন । এইদেশে থাকলে তো এদেশের মানুষের দুর্দশা উপলব্ধি করতে পারবেন ? আপনার মতো দালালদের এদেশে আসার চাইতে কিছু বিদেশী গবাদিপশুর আবাদ করা ভালো । ওরা অন্তত অকৃতজ্ঞ নয় । বাংলাদেশ ইন্ডিয়ার সাইবার যুদ্ধে এস্কিমোর মন্তব্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.