আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ার ফুটবল প্র্যাকটিস



মর্যাদার এক চূড়ান্ত পরীক্ষায় ফেল মারলো ইন্ডিয়া। শুধু বিশ্বসেরা টপ অর্ডার দিয়ে কিছুই হয়না। শেষ ২৯ রান করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ফেলার পরও যদি এ কথা অনুধাবন করতে ব্যর্থ হয় ধোনি বাহিনী,তাহলে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের এবং টেন্ডুলকারের বিদায়ের স্মরনীয় উপলক্ষ শুধু বলিউডের রঙ মাঁখা বিজ্ঞাপনই হয়ে থাকবে। অর্ডিনারি বোলিং আক্রমণ ভারতের করাতকে একপাশ ভোঁতা করে দিচ্ছে। আজকে তাদের বলকে রীতিমতো ফুটবল দেখেছেন সাউথ আফ্রিকানরা।

ডি ভিলিয়ার্স আহত হয়েও যেভাবে নিশ্চিন্ত মনে বলকে কখনো ধোনির উপর দিয়ে আবার কখনো রিভার্স স্কুপ করছিলেন,তাতে ভারতীয় ফুটবলারদের(!) রীতিমত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছিলো। নেহেরা শেষ ওভারে যেভাবে বল করছিলো,তখন দলটি হল্যান্ড ছিলো নাকী ইন্ডিয়া ছিলো বুঝা যাচ্ছিলোনা। ব্যতিক্রম জাহির খান বলকে এট লিস্ট ফুটবল হতে দেন নি। তবে স্ট্রাইক বোলারকে উইকেট পেতে হয় সামনে থেকে,জহির আর তা পারলেন কই! টেন্ডুল্কার নিজেই নিজের জন্য খেলছেন। টিম ইন্ডিয়া না পেরেছে দেশের জন্য খেলতে,না পেরেছে টেন্ডুলকারের জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.