আমাদের কথা খুঁজে নিন

   

এত্তো বিনোদোন..এত্তো বিনোদোন .....এত্তো বিনোদোন

আমি বাংলায় লিখি...... স্টার জলসার প্রধান পরিচালকের মাথায় হাত। গত দুই দিনে তাঁর চ্যানেলের দর্শক সংখা অর্ধেকের ও বেশি কমে গেছে। পরিচালক পরিষদ জরুরি বৈঠক ঢেকে তদন্তের নির্দশ দিলেন। আনেক খোঁজা খোঁজির পর রিপোর্ট পাইলেন এইটা টেকনিক্যাল কোন বিষয় না, কিংবা প্রতিযোগী কোন চ্যানেলের হঠাং জনপ্রিয়তা বৃদ্ধিও না। , বরং তাদের ও কমে গেছে।

এইটা শুনে পরিচালক কিছুটা স্বস্তি পেলেন। কিন্তু কারন কি। করন জানা গেল, গত দুই দিনে বাংলাদেশীরা কোন বিনোদোন চ্যানেল দেখতেছেনা। আঁ.. বল কি... তাহলে তারা দেখতেছে কি? আমাদের ছাইপাশ বিনোদোন না দেখে অলস বঙ্গালী সময় বা কি ভাবে কাটায়। এইবার পরিচালক সাহের আর সমস্যায় পরে গলেন।

কারন তার চ্যানেলের অর্ধেকের ও বেশী দর্শক বাংলাদেশী। রিপোর্টার জানালের গত দুই দিনে বাংলাদেশে লাইভ বিনোদোন চলতেছে। মানুষ তা সরাসরি স্বচোখে অথব লাইভ নিউজ চ্যানেল কাভারেজে দেখতেছে। ছবি: লাইভ বিনোদোন। আরো বিনোদোন দেখতে চাইলে বিস্তারিত বল কি।

পরিচালকের নির্দেশে বাংলাদেশের বেশ কয়টা নিউজ চ্যানেল চালু করা হল। দেখে তো পরিচালক মহোদয়ের মাথা খারাপ হবার অবস্তা .... এত্তো বিনোদোন..এত্তো বিনোদোন .....এত্তো বিনোদোন আরো বিনোদোন দেখতে চাইলে বিস্তারিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।