জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... এত্তো বড় ভুল কি করে করেন একজন প্রধানমন্ত্রী?
কিছুতেই আমি মেনে নিতে পারছিনা.........
আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন, স্বঘোষিত শ্রেষ্ঠ দেশ প্রেমিক, শান্তির দূত হিসাবে নোবেল প্রত্যাশি সম্প্রতি জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছেন এবং সেখানে বিশ্বশান্তি রক্ষায় তিনি‘জনগণের ক্ষমতায়ন ও শান্তি-কেন্দ্রিক উন্নয়ন মডেল’ শীর্ষক ৬ দফা শান্তির মডেল উপস্থাপন করেছেন।
কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিএনপি-জামায়াতের কয়েক হাজার দুষ্ট ও অবুঝ নেতা কর্মীর বিক্ষোভ মিছিল ও স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে জাতিসংঘের সামনের সড়ক।
প্রধানমন্ত্রী গিয়েছেন শান্তির বার্তা নিয়ে তোরা করিস বিক্ষোভ মিছিল।
কত্তো বড় সাহস!!!!!!!বেয়াদব।
আমি মনে করি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে যাওয়ার সময় এক বা দুই প্লাটুন মেইড ইন গোপালগঞ্জ পুলিশ নিয়ে যাওয়া উচিত ছিল যাতে করে ঐ বিক্ষোভকারীদের আচ্ছামত গদাম দেওয়া যেতো, বুটের তলায় ফেলাইয়া ডলা দেয়া যাইতো আবার দেশে ধইরা আইনা মামলা ও জেল দেওয়া যাইতো।
যা তিনি আমাদের দেশে আয়েশের সহিত হাসি মুখে করিতেছেন।
একজন প্রধানমন্ত্রী হয়ে এত্তো বড় ভুল কি করে করলেন?
তিনিতো নিজের শান্তিই রক্ষা করতে পারছেন না বলে আমার কাছে মনে হচ্ছে আর ঐ দিকে সাহারা আপা আংগুল চুষতেছে কেন? জানতে চাই।
যাই হোক একজন সাধারণ নাগরিক হয়ে প্রধানমন্ত্রীর এত্তো গুলি ডিজিটাল ভুল কিছুতেই মেনে নিতে পারছিনা বলে মনোকষ্টে আছি এবং এটাও আশা করতেছি ভবিষৎতে যেন এমন ভুল আমাদের প্রধানমন্ত্রী আর না করেন কারণ মানুষ অতীত ভুল থেকেই শিক্ষা নেয় ও সতর্ক থাকে।
সেই প্রত্যাশায় থাকলাম।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।