...প্রায় পাচঁ-ছয় মাস "ভ্যান" খাওয়ারত অবস্থা থেকে কাল মুক্তি পেয়ে আজ ফ্রন্টপেইজে লিখতে পারছি এবং ব্লগে কমেন্ট করতে পারছি৷মানুষ যে কত অদ্ভুদ সামুতে এসে তার অনেক উদাহরণ পেয়েছি৷নারীদের পক্ষে সামান্য একটা কবিতা লিখে জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি... সামু কর্তৃপক্ষের চোখে মহা অপরাধ করে ফেলেছিলাম,অথচ আমাদের ধর্ম-কর্ম,চিন্তা-চেতনা নিয়ে বহু কুরুচিপূর্ণ লেখা লিখে পরিচিত ব্লগাররা আলোচিত-সমালোচিত হয়েছেন৷কত্তো ব্লগে কত্তো নাস্তিকের আজে-বাজে কথা দেখলাম৷সেগুলো সামু'র নীতিমালা ভঙ্গ করে না,অন্য ধর্মের মানুষের ধর্মপরায়ন প্রাণে আঘাত করে না!
কিছু কিছু ব্লগাররা বিশেষ কিছু ব্লগারদের প্রতি নানাভাবে নানা কথায় বিদ্বেষ প্রকাশ করে৷ভাল কথা-খারাপ কথা যাই বলা হোক না কেন ব্যক্তিগত ভাবে যে কোন মতামতের জবাবে তারা কটু কথা বলে,গালাগাল করে৷সেই সব ব্লগারদের সেই সব কমেন্ট সামু কর্তৃপক্ষের চোখ এড়িয়ে যায়৷তাদের ব্যান করা হয় না এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে তাদের উৎসাহের জোগান দেয়া হয়৷সামুর বিভিন্ন পোষ্টে অনেককে গালাগালি করতে দেখেছি৷সে সব শব্দ মডারেটরদের ফিল্টারে ধরা পড়েনি,অথচ আমার জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি... পোষ্টে "নগ্ন প্রতিমা" এবং "চাটবি" এই দু'টি শব্দ তাদের কাছে এতই খারাপ মনে হল যে আমাকে ব্যান করে দিল!
জানতে ইচ্ছে করে নিজের স্বাধীন মতপ্রকাশে যদি এত্তো বাধাঁ বিপত্তি থাকে,তবে কেন সামুতে ব্লগিং করবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।