একি আজব কারখানা........... বলটা ছিলো হারভাজনের গুগলি, ব্যাটসম্যান তাই ওটা পিটিয়ে ওটা পাঠিয়ে দিলো হুগলি। বলটা ছিল অস্বিনের স্পিন, ব্যাটসম্যান তাই পিটিয়ে ওটা পাঠিয়ে দিলো চিন। বলটা ছিলো ফাস্ট, ব্যাটের ঝলক বলছে ওটা দিল্লি গেছে মাস্ট। বলার হতাশ খুব, প্রতিটি বল এমন করে দিচ্ছে কোথায় ডুব। ফিল্ডার আর আম্পায়ার সব অবাক হয়ে গেলো ব্যাটসম্যানরা এমন তর শক্তি কোথায় পেল। এরাই সবাই ঘুমিয়ে থাকে সীমান্তর বেলায় কি এমন হলো সবার উঠলো জেগে খেলায়। ইনকোয়ারি, তদন্ত আর নষ্ট শালাদের মাথা দেশের মানুষ একসাথ হলে এমনি হবার কথা । লজ্জা নাইরে নিলাজ ভারত লজ্জা নাইরে তোর, গলায় লোটা বাইন্ধা জলে ডুইবা মর। মোরালঃ বেশি ভাবস নিলে এমনি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।