আমাদের কথা খুঁজে নিন

   

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন গতকাল সন্ধ্যার ঘটনা । ৩ নাম্বার বাসে করে টিউশনিতে যাচ্ছি । লোকাল বাস যেমনটি হয়, ঠিক তেমন অবস্থা । প্রচণ্ড গাদাগাদি, ধাক্কাধাক্কি- পা রাখার জায়গাটা পর্যন্ত নেই । খুব কষ্টে একটা রড ধরে দাঁড়িয়ে আছি ।

এভাবে চলতে চলতে বাসটা মৎস্যভবনের সামনে এলো । গাড়িতে আর একজন লোক ওঠানোরও জায়গা নেই । এই অবস্থায় ৪/৫ জন হুজুর টাইপের লোক দেখে বাস থামান হল । তাদের প্রত্যেকের পিঠে বিশাল বিশাল কাপড়ের টোপলা । এই টোপলা তারা বাসের ছাদে না দিয়ে পিঠে নিয়েই বাসে উঠতে শুরু করলেন ।

কেউ কেউ এই অবস্থা দেখে হেল্পার আর ড্রাইভারকে ঝাড়ি দিল,"ঐ মিয়াঁ, বাসে জায়গা আছে? কোথায় উঠাস? তাও আবার গাট্টী-বোচকাসহ? হুজুর, আপনারা পরের বাসে আসেন । আমরাই দাঁড়াইতে পারতেছিনা । " হুজুরেরা কথায় কর্ণপাত করলেন না । উঠে গেলেন ঠেলে-ঠুলে । সামনে মহিলাদের আসনে বসে আছেন চারজন লোক ।

মহিলারা দাঁড়িয়ে আছেন,তবুও আসন ছাড়ছে না । তাদেরই একজন বলে উঠলেন, "আরেহ ওঠাও ওঠাও । ওনারা হুজুর মানুষ । আল্লাহর নেক বান্দা । ওই হেল্পার! ওনাগোরে বসার জায়গা দে!" আমার খুব বলতে ইচ্ছে করছিল, "ভাই আপনি নিজেই তো মহিলা সীট দখল করে বসে আছেন ।

আগে মহিলা সীট ছেড়ে মহিলাদেরকে বসতে দেন । এইযে ইনি কতগুলা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন । " আর,হুজুরদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, হুজুর বলে তারা বাড়তি সুবিধা পাবেন; ভরা বাসে ঠেলেঠুলে, পায়ে পারা দিয়ে উঠে যাবেন;আরেকজনকে তুলে দিয়ে বসবেন, আর সবাই দাঁড়িয়ে যাবে কেন ? মানুষে মানুষে এত ভেদাভেদ কেন ??? আমরা সবাই মানুষ । "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.