আমাদের কথা খুঁজে নিন

   

বাবার সাথে কিছু কথা

লিখলাম না। ......... "বাবা তূমি কে্মন আছো বাবা ? জানি ভাল নাই। থাকবা কেমন করে , আমি যে তোমার কাছে নাই। তোমাকে অনেক কিছু বলার ছিল বাবা। তোমার জন্য কখনো কিছু করতে পারলাম না।

সব কিছু কেমন যেন হয়ে গেছে। সব যেন থেকে ও নাই। এমন ই কি হয় বাবা ?? বাবা জানো আমি না এখন তোমার ঘর টা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি । তোমার জানালার পাশের পেয়ারা গাছের পাতা গুলো এখন জানালা নিয়ে ছোঁয়া যায়। কিন্তু বাবা, আমি না কেমন যেন হয়ে গেছি !!! কিছু ভাল লাগে না।

বাবা তোমার মেয়ে অনেক শান্ত হয়ে গেছে। আগের মত আর বাচ্চামি করে না। গুনগুন করে আর গান গায় না। তবে তোমার মেয়ে আগের থেকে বড় হয়ে গেছে। এখন আর অকারন আবদার করে না।

অনেক কিছু বুঝতে শিখেছে । আমি না একটু ও কাদি না। শুধু চোখ দিয়ে অকারনে ই অঝরে পানি পড়ে। সত্যি বাবা আমি কাঁদি না। তুমি কেন চলে গেলে বাবা ? এক বার ও ভাবলা না তোমাকে ছাড়া তোমার মেয়ে কিভাবে থাকবে ? আমি বিশ্বাস করি না তুমি নাই।

আমি তো জানি ই তুমি আছো। হ্যাঁ বাবা, তুমি আছো, আমার ভিতরে , আমার নিস্বাস এ। তোমার ওই ঘড়ি টা তে যে টা এখন আমার কাছে। তুমি আছো "আয় খুকু আয়" গানের প্রতি টা লাইন এ । তুমি আছো শিখর এর তোমাকে হারানোর কষ্ট সবার কাছ থেকে আড়াল করার চষ্টায় ।

তুমি আছো মায়ের কান্নার ওই প্রতিটা ফোঁটায়। তোমাকে আমরা কেও ভুলি নি বাবা কোন দিন ও ভুলব না। ভুলতে পারব না। দাদা, দাদি আর ফুফুর সাথে থেকো। ওদের কথা শুনো ।

আর চিন্তা করো না, আমরা ও তোমার কাছে আজ না হয় কাল চলে আসব। তার পর আবার সব আগের মত। তাই না বাবা ? তখন আমার তোমার কাছে আবদার করব। আবার তোমার সাথে বাচ্চামি করব। আবার তোমাকে গান গেয়ে শোনাব ভাল থেকো বাবা।

আমার লক্ষি বাবা। তোমার জন্য অনেক ভালবাসা, অনেক বেশি ভালবাসা ছড়িয়ে দিলাম। " ২০শে ফেব্রুয়ারি ২০১২, এই দিন টা এমন একটা দিন যে দিন টা আমি এখনো মেনে নিতে পারি না । এখনো বিশ্বাস হয় না আমি আমার বাবা কে হারিয়েছি । :'( প্রতি না মুহূর্ত নিজেকে অনেক একা অনেক টা ই অসহায় মনে হয় ।

কেন এমন হয় ? শুধু বাবা ই নাই। আর সব ই তো আছে। ছোট ভাই টা আছে, মা আছে। তার পর ও আমার বাবা নেই । বাবা শুধু আমার বাবা ই ছিলেন না, আমার বন্ধু ও ছিলেন।

আমার জীবনের ছোট থেকে ছোট কথা গুলো যে গুলো হয় তো না বললে ও চলত, সে গুলো ও শেয়ার করতাম বাবার সাথে। এখন বাবা কে সব ই বলি। শুধু বাবার উত্তর পাই না। কিন্তু আমি জানি বাবা আমার সব কথা ই শোনে । শুনতে পায়।

হয়ত আমাকে ও অনেক কিছু বলে, শুধু আমি ই শুনতে পাই না :'( ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.