আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশের নামে বিরোধী দল যুদ্ধ ঘোষণা করেছে

Click This Link স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যে কোন ধরনের শান্তিপূর্ণ সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে তারা মহাসমাবেশের নামে যুদ্ধ ঘোষণা করেছে। মন্ত্রীদের রাস্তায় না নামার ঘোষণা দিয়েছে। এ ধরনের হুমকি অতীতে বাংলাদেশে আর কেউ দেয়নি। তিনি বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।

গতকাল ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তাজুড়ে গতকাল বিকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু এভিনিউর বিপরীতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রবেশ-মুখে সৈয়দ আশরাফসহ আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে অংশ নেন। সৈয়দ আশরাফ বলেন, আমাদের কাছে খবর আছে আগামীকাল নাকি ঢাকা শহরে অস্ত্রধারীদের আসতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের ঢাকায় অবস্থান করার জন্য আনা হয়েছে। জামায়াত-জঙ্গি ক্যাডারদের ঢাকায় আনা হয়েছে। সৈয়দ আশরাফ এ সময় বিরোধী নেত্রীর উদ্দেশে বলেন, অস্ত্রের হুমকি বন্ধ করুন। যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারেন সে ব্যাপারে সচেষ্ট হোন। সরকার হিসেবে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের।

তাই প্রয়োজনে সরকার আগামীকাল যে কোন ব্যবস্থা নেবে। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিরোধী দলের আছে। কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের নামে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে সরকার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবেন। ১৪ দলের মানববন্ধন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চক্রান্ত চলছে।

সে চক্রান্তের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজকের এ মানববন্ধন। তিনি বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু কোন হুমকি-ধমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার দাবির বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, সরকার নিয়ে আপনাদের যে কোন আলোচনা প্রস্তাব থাকলে সংসদে এসে দিন। জাতীয় সংসদ চলছে।

আপনাদের প্রস্তাব বিবেচনা করা হবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে যে কোন সমস্যা সমাধান করা সম্ভব। সমস্যা সমাধানে আলোচনার কোন বিকল্প নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.