আমাদের কথা খুঁজে নিন

   

ডকুমেন্টারি ব্লগ, পর্ব-৬। (করিন্থ খাল)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ >> এই পর্বে আমরা সংক্ষেপে ''করিন্থ খাল'' সম্পর্কে জানব এবং এর ১৩ টি হাই কোয়ালিটি ছবি এবং ভিডিও দেখব, যা দেখলে এই খাল সম্পর্কে সচ্ছ একটি ধারণা চলে আসবে। >> করিন্থ খাল এমন একটি খাল যা করিন্থ উপসাগরকে সারোনিক উপসাগরের সাথে সংযোগ করে। -খনন কাজ শুরু হয় ১৮৮১ সালে। - খনন কাজ সম্পন্ন: ১৮৯১ সাল।

- প্রথম ব্যবহৃত হয়: ২৫ই জুলাই, ১৮৯৩ সালে। - দৈর্ঘ্য: ৩.৯ মাইল। (৬.৩ কি.মি) - প্রস্থ: মাত্র ৭০ ফিট বা ২১.৩ মিটার। - পরিকল্পনাকারী: István Türr এবং Béla Gerster - দেশ: গ্রীস। - স্ট্যাটাস: ওপেন।

- প্রধান ব্যবহার: এখন এটা পর্যটক ট্রাফিকের জন্য প্রধানত ব্যবহৃত হয়। >> এবার আসুন একটি পরিপূর্ণ ট্যুর করে আসি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.