স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
রবীন্দ্রনাথের দুর্লভ ভিডিও ডকুমেন্টারি
এস এম রেজাউল করিম
১৯০৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ফরাসি ব্যাংকার আলবার্ট কান (১৮৬০–১৯৪০) ‘আর্কাইভস্ অব দ্য ওয়ার্ল্ড’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেন। ব্যয়বহুল এই প্রকল্পে ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার নিয়োগ করেন আলবার্ট কান। এই প্রকল্পে তিনি সারা বিশ্বকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার পরিকল্পনা নেন।
ফ্রান্সের Boulogne-Billancourt-এ একটি বাগান তৈরি করে সেখানে রাখেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রধান প্রধান স্মারক চিহ্ন আর গাছপালা। একই সাথে তৈরি করেন একটি স্টুডিও।
১৯০৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত আলবার্ট কান ২৩ জন নোবেল বিজয়ীসহ বিশ্বের প্রায় ৪০০০ অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, আর্টিস্টকে তাঁর বাগানে আমন্ত্রণ করেন এবং তাঁর নিযুক্ত এই ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফাররা এই বিশ্বখ্যাত অতিথিদের নিয়ে ফটোগ্রাফি ও চলচ্চিত্রে ডকুমেন্টারি তৈরি করেন। নিউইয়র্ক টাইমসে JACQUELINE McGRATH-এর প্রবন্ধে এই প্রকল্প ও আলবার্ট কান বিষয়ে লিখেছেন, ”তিনি (আলবার্ট কান) বিশ্বাস করতেন–অর্থনীতি, বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের বিশ্বনেতারা বিশ্বের সাংস্কৃতিক দেয়ালগুলো ভেঙে দেবার ক্ষমতা রাখেন। ”
১৯২১ এবং ১৯৩০ সালে দুই দফায় রবীন্দ্রনাথ ঠাকুর আলবার্ট কানের আমন্ত্রণে ও আতিথ্যে ফ্রান্সে থাকেন।
আলবার্ট কানের স্টুডিও, বাগান ও কেপ মার্টিন-এ স্টিল এবং ভিডিও ক্যামেরায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করেন কান নিয়োজিত ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে ৯ বছর আগে পরের সাল দেয়া আছে। ...
[বাকি অংশ: http://arts.bdnews24.com]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।