আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU স্টিকি পোষ্ট আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে অনেক বড় হয়ে যাওয়ায় কিছু অংশ এখানে শিফট করলাম, যারা আগে দেখেছেন তাদের না দেখলেও হবে। আরো অনেক কিছু এখানে পরে শিফট করা হবে। সারা বাংলাদেশে আন্দোলনঃ বাংলাদেশঃ ঢাকা-শাহবাগঃ রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল। বিস্তারিত পোষ্ট ও ছবি- সামুর স্টিকি পোষ্ট মুখ বুজে অনেক সয়েছি এখন সময় প্রতিবাদের। বিস্তারিত পোষ্ট ও ছবি- মুখ বুজে অনেক সয়েছি এখন সময় প্রতিবাদের।

শাহবাগ এর ছবি... ৮ ফেব্রুয়ারি- ছবি ব্লগ: আজকের শাহবাগ, ৮ই ফেব্রুয়ারী, ২০১৩ ৮ ফেব্রুয়ারি- হ্যাঁ আমরাও পারি, চল শাহবাগ প্রজন্ম চত্বরে চল... ৯ ফেব্রুয়ারি- ছবি ব্লগ: প্রজন্ম চত্তর, ৯ই ফেব্রুয়ারী, ২০১৩ রাত দিনের শাহ্‌বাগ (ছবি ব্লগ) প্রজন্ম চত্বরে একদিন---ফটোব্লগ দু চাকায় ভর দিয়ে চললো সাহাবাগে সাইক্লিস্টরা অষ্টম দিন- শাহবাগ থেকে উদ্দিপ্ত হয়ে ঘরে ফেরা প্রজন্ম চত্ত্বর থেকে ছবি ব্লগ হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১০ ফেব্রুয়ারি সকাল ১২ টায় হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ফাঁসী দাবী করে এক মানব বন্ধন আয়োজন করা হয়। মানব বন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে। বিস্তারিত পোষ্ট ও ছবি- HSTU ক্যাম্পাসে রাজাকারদের ফাঁসী চেয়ে মানব বন্ধন ইব্রাহিম মেডিকেল কলেজঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- একটি সিগন্যাল পোস্ট এবং ইব্রাহিম মেডিকেল কলেজ. বিস্তারিত পোষ্ট ও ছবি- ব্লগার রা শুনুন সাধুবাদের ভিক্ষা চাই-----প্রতিবাদের আগুন এবং ইব্রাহিম মেডিকেল কলেজ টাঙ্গাইলঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- টাঙ্গাইল মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজাকার বিরোধী আন্দলন আপডেট: টাংগাইল শহরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে চলছে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কিশোরগঞ্জঃ শাহবাগের সাথে একাত্ততা প্রকাশ করে কিশোরগঞ্জেও চলছে আন্দোলন, প্রতিদিনেই রংমহল সিনেমা হলের সামনে আন্দোলন চলছে। বিস্তারিত পোষ্ট ও ছবি- কিশোরগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে যশোরঃ প্রতিদিনই হাজার হাজার মানুষ এখন যশোরের চিত্রা মোড়ে উপস্থিত হয়ে জানিয়ে দেয় শাহবাগের আন্দোলনে তাদের সমর্থন। তারুণ্যের গান, নাটক, গণসাক্ষর, মানচিত্র তৈরী, মশাল মিসিল, মানববন্ধণ, শ্লোগাণ মুখরিত হাজার মানুষের দাবী একটাই.. দলমত নির্বিশেষে রাজাকারের ফাঁসি চাই।

বিস্তারিত পোষ্ট ও ছবি- ‘নতুন দিনের নতুন ভোর শাহবাগ থেকে চিত্রা মোড়' শেরপুরঃ শুক্রবার বিকাল ৪ টায় ‘জাগ্রত তরুন প্রজন্ম’ এর ব্যানারে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থানামোড়ে যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে অবস্থান কর্মসূচি আরাম্ভ হয়। পর্যায় ক্রমে শেরপুরের র্সবস্তরের মানুষ অংশ নিতে শুরু করে ,নেমে আসে জনতার ঢল । বিস্তারিত পোষ্ট ও ছবি- শেরপুরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে অবস্থান কর্মসূচি সিলেটঃ ৮ ফেব্রুয়ারি দুপুর তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহা সমাবেশ। বিস্তারিত ছবি ও পোষ্ট- আপডেটঃ রাত ১১টা (০৭ ফেব্রুয়ারী) কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছে সমগ্র সিলেটঃ এখন আর শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশেই শাহবাগ স্কয়ার একটি রায় যেন সবাইকে এক সুতোয় গেথেঁ দিল !! (সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এখন পরিণত হয়েছে জনসমুদ্রে) ---সিলেটের শাহবাগ স্কয়ার সিলেট শহীদ মিনার থেকে দেশের জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর কথা যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আগুন জ্বলবেই ..... সিলেট শহীদ মিনার থেকে ( ছবি দেখুন ) গতকাল রবিবারও স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিলো সিলেটের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকা , সিলেট আপডেট । ( ছবি দেখুন ) সিলেটের শাহবাগ স্কয়ার চৌহাট্টা থেকে আসলাম: রাজাকারের ফাসি চাই (ছবি দেখুন) আপডেট আপডেট আপডেটঃ বিক্ষোভে উত্তাল সিলেট, হাজারেরও বেশী জনতার ঢল !! ( ফটো ব্লগ ) এসেছিল শিশুরাও , তাদের হাতে ছিল রাজাকারবিরোধী বিভিন্ন প্লেকার্ড, মুখে আঁকা ছিল আল্পনা -- সিলেট আপডেট ( ছবি দেখুন ) প্রজন্ম চত্তর সিলেট ( চৌহাট্টা পয়েন্ট) অষ্টম দিন- আকাশে বাতাসে আওয়াজ উঠেছে ‘এক দফা এক দাবি,ফাঁসি ,ফাঁসি ,ফাঁসি চাই--প্রজন্ম চত্বর সিলেট আপডেট ( ছবি দেখুন ফিরে চল মাটির টানে.... চট্টগ্রামঃ রাজাকারদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের সংগ্রাম থেকে ব্লগার সাইফ সামিরের তোলা ১৮টি ছবি বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের সংগ্রাম থেকে আমার তোলা ১৮টি ছবি প্রত্যক্ষদর্শীর বয়ান: শাহবাগ ছাড়িয়ে অদম্য চট্টগ্রামে জ্বলছে প্রতিবাদের আগুন! দাবি একটাই, রাজাকারদের ফাঁসি চাই!! ৯ ফেব্রুয়ারি- রাজাকারদের ফাঁসির দাবিতে এবার চট্টগ্রামের রাজপথে নেমেছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।

তুই রাজাকার যাবি কই। বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারদের ফাঁসির দাবিতে এবার চট্টগ্রামের রাজপথে নেমেছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। তুই রাজাকার যাবি কই খুলনাঃ শিববাড়ীঃ “দলের চেয়ে দেশ বড়, মুখোশ ছাড়ো, মুখোশ ছাড়ো” “দলের চেয়ে দেশ বড়, ব্যানার ছাড়ো,ব্যানার ছাড়ো” বিস্তারিত পোষ্ট ও ছবি- শিববাড়ীর প্রজন্ম চত্তর, চতূর্থ রাত “দলের চেয়ে দেশ বড়, মুখোশ ছাড়ো, মুখোশ ছাড়ো” ময়মনসিংহঃ কবি নজরুল বিশ্ব বিদ্যালয়ঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- কসাই মোল্লার ফাঁসির দাবীতে কবি নজরুল বিশ্ব বিদ্যালয়ে আন্দোলনের শুরু শাহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর রাজাকারের ফাঁসির দাবিতে উত্তাল ময়মনসিংহের শাহীদ ফিরোজ-জাহাঙ্গীর ­ চত্বর.......... ­ বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারের ফাঁসির দাবিতে ময়মনসিংহের শাহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জেগে উঠছে ময়মনসিংহ....... বরিশালঃ শাহবাগের জনসভার পাশাপাশি বরিশালে ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে জনসভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। জুমার নামাজের বিরতির পর বিকাল ৩ টায় আবার শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত পোষ্ট ও ছবি- বরিশালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে "একাত্তরের মঞ্চে" শ্লোগান, গণসংগীত ও কবিতার ভাষায় প্রতিবাদ........ বরগুনাঃ বুকানিয়া ইউনিয়নঃ সারাদেশ যখন যুদ্ধাপরাধীদের ফাশির দাবীতে উত্তাল ঠিক তখন ৯নং সেক্টরের সাব সেক্টর (১ নং বুকাবুনিয়া ইউনিয়ন বরগুনা জেলার বামনা থানা ।

) জ্বলে উঠেছে প্রতিবাদে ! বিস্তারিত পোষ্ট ও ছবি- ঘুড্ডির পাইলট এর প্রতিবেদন । ৯ নং সেক্টরের সাব সেক্টরে চলছে প্রতিবাদ কর্মসুচী । রংপুরঃ টাউন হলঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- ছবিব্লগঃ টাউন হল থেকে.... গাইবান্ধাঃ গাইবান্ধার পৌর পার্কের পশ্চিমে অবস্হিত স্বাধীনতার স্মৃতিস্তম্বে মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজন করে সমাবেশের। সেখানে সাধারন মানুষ সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন অংশগ্রহন করে সমাবেশ করছে। কিছুক্ষণ আগে শ্রমিক সংগঠন, উদিচী,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন।

বিস্তারিত পোষ্ট ও ছবি- কসাই কাদের মোল্লার জাবজ্জীবন রায় মানতে পারছেননা দেশের জনগণ!! জনগন চায় ফাঁসি!! উত্তাল সমগ্র দেশ!! একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে উত্তাপ!! গাইবান্ধায় চলছে সমাবেশ!! কয়েকটি সবিসহ প্রতিবেদন… রাজশাহীঃ আলুপট্টির মোড় ৮ ফেব্রুয়ারি- রাজশাহীর আলুপট্টির মোড় পরিনত হলো শাহবাগ স্কয়ারে............. বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজশাহীর আলুপট্টির মোড় পরিনত হলো শাহবাগ স্কয়ারে............. ছবি পোষ্ট রাজশাহীর আলুপট্টির মোড় পরিনত হলো শাহবাগ স্কয়ারে............. (রাজশাহীর আপডেট)....... ছবি পোষ্ট প্রবাসে গণজাগরণঃ সুইডেনঃ স্টকহোমঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- সুইডেনের স্টকহোমে শাহবাগ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে সমাবেশের ছবি ব্লগ। জাপানঃ টোকিওঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারদের ফাসির দাবিতে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সংহতি সমাবেশ দুবাইঃ গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টায় আরব আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে প্রবাসী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট, আমিরাত এর উদ্যোগে রাজাকারদের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত পোষ্ট ও ছবি- দুবাইতে রাজাকাদের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত ফ্রান্সঃ প্যারিসঃ ফ্রান্সে বিভিন্ন সামাজিক সংগঠন এবং প‌্যারিসে বসবাসরত প্রবাসীরা তুষারপাত এবং মাইনাসের মধ্যে আইফেল টাওয়ারের সামনে জড়ো হয়ে কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাসির দাবীতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসুচীর আয়োজন করেছে। বিস্তারিত পোষ্ট ও ছবি- শাহবাগের সাথে সংহতি রেখে প্যারিসে আইফেল টাওয়ারেরর সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শাহবাগ আন্দোলনের ১৩ তম দিবসে প‌্যারিসের আইফেল টাওয়ারের সামনে থেকে আমরা আজ ঝড় তুলবো দক্ষিন কোরিয়াঃ ঢাকার শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাঙালিরা। কাদের মোল্লাসহ একাত্তরের জল্লাদদের ফাঁসির দাবিতে ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকাল ৩ টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হেওউয়া বিশ্বকবির ভাস্কর্য ও বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসী বাঙালিদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত পোষ্ট ও ছবি- শাহবাগ গণজাগরণের সঙ্গে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের একাত্মতা প্রকাশ (ছবি ব্লগ) চীনঃ চীনে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীরা শাহবাগ প্রজন্ম চত্বর এর আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করল। বিস্তারিত পোষ্ট ও ছবি- চীনে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীরা শাহবাগ এর প্রতি সংহতি প্রকাশ করল . জার্মানীঃ স্টুটগার্টঃ স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ঃ কাদের মোল্লার বিচারের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থানরতদের প্রতি সংহতি প্রকাশের লক্ষে শনিবার স্টুটগার্টের বাংলাদেশীরা মিলিত হয়েছিল স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। বিস্তারিত পোষ্ট ও ছবি- স্টুটগার্টে (জার্মানী) বাংলাদেশীদের পক্ষ থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থানরতদের প্রতি সংহতি প্রকাশ ডয়েচ ভেলে- শাহবাগের সঙ্গে একাত্মতায় জার্মানিতে সমাবেশ দেশে-বিদেশে আরো অনেক জায়গায় আন্দোলন হয়েছে, সেগুলোর ছবি সহ পোষ্টের লিঙ্ক কারো কাছে থাকলে দিবেন দয়া করে, আপডেট করে দিব। গণমন্তব্যঃ বিস্তারিত পোষ্ট ও ছবি- কতো কিছু লেখে রে ? গণস্বাক্ষর পাঠাতে পারবেন অনলাইনেঃ আমাদের সহযোদ্ধারা অনেকেই ঢাকার এবং বাংলাদেশের বাহিরে থাকেন এবং অনেকেই আছেন যারা শাহবাগ কিংবা নিজ নিজ এলাকার প্রজন্ম মঞ্চে বার্ধক্য জনিত কারণে বা বিশেষ কোন কারণে যেতে পারছেন না স্বাক্ষর এর জন্য ... শাহবাগে সাইবার যুদ্ধ ফেইসবুক পেজের প্রয়াস এই গণ স্বাক্ষর অভিযান টি বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে পৌঁছে যাক ... আপনারা ফরম টি পুরোন করে স্ক্যান কপি কিংবা হার্ড কপি ওই পেজে পাঠাবেন এবং উনারা তা মুল মঞ্চে পৌঁছে দিবেন ... এখানে স্ক্যান কপি বা হার্ড কপি পাঠানোর ই-মেইল আই ডিঃ গণস্বাক্ষরের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুনঃ http://boanbd.org/Signature.doc (মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আকারে) http://boanbd.org/SignaturePDF.pdf (পিডিএফ আকারে) জামাতি প্রতিষ্ঠানগুলোর লিস্টঃ জামাতি সকল প্রতিষ্ঠান বর্জন করুন। জামাতি প্রতিষ্ঠানের লিস্ট এখানে আমার জামাতি প্রতিষ্ঠান বর্জন পিটিশানঃ দৃষ্টি আকর্ষণ- হোয়াইট হাউজ পিটিশনে যোগ দিন।

যদি ১ লক্ষ স্বাক্ষর পড়ে তাহলে স্বয়ং প্রেসিডেন্ট ওবামা এটা নিয়ে আনুষ্ঠানিক বার্তা দেবেন। উইকিপিডিয়ায় আন্দোলনঃ সারা দেশের বড় বড় শহরগুলো ছাড়াও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া এই গণ-আন্দোলনের তথ্য ও উপাত্ত নিয়ে অন-লাইনে প্রাপ্ত বর্তমানকালের সবচেয়ে বড় তথ্যপঞ্জি 'উইকীপিডিয়া'-য় লড়ে যাচ্ছে একদল তরুণ। তাদের তথ্য দিয়ে সাহায্য করুন। বিস্তারিত পোষ্ট- 'গর্জে উঠো বাংলাদেশ': প্রসঙ্গ- শাহবাগে অবস্থান-আন্দোলন এবং উইকীপিডিয়া... "থূতূ দিন প্রতিদিন" আপনার থূতূ রাজাদারদের কাছে গুরূত্বপূর্ণ আপনার পছন্দের রাজাকারকে থূতূ দিন "থূতূ দিন প্রতিদিন" View this link "রাজাকারকে মার জুতা" এটা রাজাকার বিরোধী একটি গেমস। 'শাহবাগ/প্রজন্ম চত্তরের' যুদ্ধাপরাধ-বিরোধী আন্দোলকারীদের সঙ্গে নরওয়েতে বসবাসরত সকল বাংলাদেশী একাত্ততা প্রকাশ করে এই ছোট্ট গেমসটি তৈরী করেছে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করাই, তাদের প্রকৃত উদ্দেশ্য। "রাজাকারকে মার জুতা"View this link চরমপত্রঃ View this link পোষ্টারঃ ব্লগার টাইটা এর ডিজাইন করা অসাধারণ কিছু পোষ্টার। বিস্তারিত পোষ্ট ও ছবি- শাহবাগ প্রজন্ম চত্বর এর জন্য ডিজাইন করা পোস্টার... শেয়ার করুন দয়া করে। প্রজন্ম চত্বরে আসা কিছু তারকারাঃ আরো ছবি এই ফেইসবুক পেইজে- চট্টগ্রাম প্রজন্মের আহবান ৭১ গানঃ শাহবাগ আন্দোলন নিয়ে বাঁধা পঞ্চান্নটি গান এক সাথে Click This Link গণজাগরণের শত গান : নব ইতিহাস সাক্ষী রইল প্রজন্ম চত্বর রাজিবকে নিয়ে করা প্রথম গান, ব্লগার অচিন্ত্যের যে গল্পের শেষ নেই শহীদ রাজীবকে নিয়ে গান গাইলেন কবির সুমন- কি বলবো বন্ধুদের? কিসের অভয় দেব? এত দূরে থাকি কি করে বলবো আমি প্রতিশোধ নেব? http://www.kabirsumanonline.com/home/2013/02/17/shoheed-rajib/ ব্লগার সাইফ হাসনাতের লেখা গান আগুন শাহবাগ: আমার লেখা গান চমক হাসানের নতুন্ গান উত্তাল শাহবাগ অর্থহীন ব্যান্ডের সুমন গান গেয়েছে শাহবাগের আন্দোলন নিয়ে। একটা মিউজিক ভিডিও'র মত বানানো হয়েছে।

উপভোগ করুন এবং ছড়িয়ে দিন প্রজন্মের প্রাণদের কাছে... মা হায়দার হোসেনের গাওয়া গান চল চল চল জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ ও শফিক তুহিনের গাওয়া গান শাহবাগ সিঙ্গার প্রীতমের গাওয়া গান একাত্তরের হাতিয়ার ব্লগার তালুকদার জাহিদের লেখা ও গাওয়া প্রজন্মের পুঁথি প্রজন্মের পুঁথি পোষ্ট- শাহবাগের গণজাগরণ নিয়ে প্রজন্মের পুঁথি ব্লগার অচিন্ত্যের গাওয়া গানঃ জয় বাংলা পোষ্ট- জয় বাংলা সীমানা চিনিনা আছি শাহবাগে (কবির সুমন) View this link শাহবাগে রাতভোর (কবির সুমন) View this link শাহবাগ ইজ কলিং View this link অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই (চমক হাসান)View this link হাতে রেখে হাত View this link তিন মিনিট View this link রিংটোন- তুই রাজাকার তুই রাজাকার View this link রিংটোন- জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় View this link কয়েকটি সুসংবাদঃ View this link *ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামায়াতের গণমাধ্যম হিসেবে পরিচিত এ টিভি চ্যানেলটি বন্ধ করে দেয় উপজেলা ক্যাবল মালিক সমিতি। *আমাদের "প্রাথমিক বিজয়"- ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল -২০১৩। একইসঙ্গে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামির পাশাপাশি সরকারেরও আপিলের সমান সুযোগ রাখা হয়েছে সংশোধিত আইনে। একটু আগে সংশোধন হওয়া ঐতিহাসিক সংশোধনী বিলের আইনি খুঁটিনাটি ও আমাদের "প্রাথমিক বিজয়" ................. *সিলেট ওসমানী মেডিকেল কলেজে জামাতের অঙ্গ প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মার সকল ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বর্জন এবং প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

*পরিবহন খাতে জামাতের পরিচালিত পাঞ্জেরি, আবাবিল ও গ্রিন লাইন সার্ভিসের সদস্যপদও বাতিল ঘোষণা করা হয়েছে। *রাজীবের সম্মানে মাগুরায় দিগন্ত টেলিভিশনের প্রচার বন্ধ *ঢাকা ক্যান্টনমেন্টের আবাসিক এলাকায় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এভাবেই সারা বাংলাদেশে বন্ধ করে দেন জামাত-শিবিরের এই প্রপাগান্ডা নেটওয়ার্ক। *চাপের মুখে অবশেষে জাতীয় প্রেসক্লাব আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিল করলো। ছোট হলেও আন্দোলনের আরেকেটি জয়।

অন্তত চমৎকার একটি 'শুরু' হয়ে গেল। *ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের বাড়ি জনতা পুড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে তার নানা বাড়ি এবং বীরগাও, নবীনগরে তার বাবার বাড়ি। গোলাম আযমের বাড়ি ভেঙ্গে দিলো ব্রাহ্মণবাড়িয়াবাসী 'তুই রাজাকার' কার্টুন সংকলনঃ রাজাকার কার্টুন সংকলন-১ "তুই রাজাকার" (কার্টুন সংকলন ০২) কিছু ছাগটুন। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ১৯ ব্লগাররা হলেন ডা. ইমরান সরকার, অমিয় রহমান পিয়াল, গোলাম রসুল মারুফ, আরিফ জেবতিক, লাকি আক্তার, কামাল পাশা চৌধুরী, মাহবুব রশিদ, মুক্তা বাড়ৈ, শাকিল আহমেদ অরন্য, মাহমুদুল হক মুন্সী, আলামিন বাবু, কানিস আলমাস সুলতানা কিনু, জাকির আহমেদ রনি, মোরসালিন মিজান, ডা. রাশেদুল হাসান, পলাশ আহমেদ, প্রীতম আহমেদ, আসিফ মহিউদ্দিন ও রাকিবুল বাশার রাকিব।

বিস্তারিত- কোন কোন ব্লগারের নিরাপত্তা লাগবে আওয়াজ দেন ; সরকার ব্লগারদের নিরাপত্তা দিচ্ছে ২৪ ঘন্টার শাহবাগঃ শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টা প্রতি ৩০ সেকেন্ড পরপর ছবি তুলে বানানো হয়েছে প্রায় দুই মিনিটের এই টাইম-ল্যাপস ভিডিওটা। শাহবাগ আন্দোলনের বিশালত্বকে ধরে রাখার আরেকটা প্রচেষ্টা বলতে পারেন। ফেসবুক ভার্সনঃ View this link শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টার ভিডিও ২ মিনিটে ডকুমেন্টারিঃ ব্লগার মাস্টারের শাহবাগের আন্দোলন নিয়ে বানানো অসাধারণ একটি ডকুমেন্টারি-View this link ইয়ুটিউব না দেখা গেলে ভিমো থেকে বা ফেসবুক থেকে দেখে নিন। ফিডব্যাক জানান এখানে- View this link শাহবাগ আন্দোলন নিয়ে প্রীতমের শক্ত সত্য কথা! সেলুট! আন্তর্জাতিক মিডিয়ায় খবরঃ BBC News - Huge Bangladesh rally seeks death penalty for war crimesView this link International Business Times-Australia - Bangladesh Islamist Sentenced to Life Imprisonment for War Crimes View this link CNNiReport - The Spirit of '71 Rises at Shahbag Square in Dhaka View this link Humber News - Bangladeshi protest grows over war crime verdict View this link Reuters- AFRICA - Bangladeshi war crimes protesters turn anger towards feuding politicians View this link The Glove and Mail- CANADA - Bangladeshi protesters demand execution of Islamist leader View this link The Finance Express- AMERICA - Protesters demand capital punishment for Mollah View this link Daily News- CHINA - 100,000 demand ban on Bangladesh Islamic party View this link Global Post- AMERICA - Bangladesh: Thousands rally to put Islamists on death row View this link The Jerusalem Post- ISRAEL - Bangladeshi war crimes protesters turn anger politicians View this link NewsXinhuanet- NEWZELAND - Thousands flock to Bangladesh's Shahbag square to demand death penalty for war crimes View this link The Star Online- MALAYSIA - Protesters demand death for Bangladesh war crimes Islamist View this link Khaleej Times- UAE - Protests hit Bangladesh View this link BangkokPost- SINGAPORE - View this link EuroNews- FRANCE - Bangladesh Islamist gets life for 1971 war crimes View this link FirstPost Wall- INDIA - Protesters demand death for Bangladesh war crimes Islamist View this link অনলাইনে প্রজন্ম চত্বর কিছু গুরুত্বপূর্ণ লিংক যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে গণজাগরণের প্রতি সংহতি জানিয়ে গড়ে ওঠা আন্দোলনের ছবি প্রদর্শন করা হচ্ছে শাহবাগ গণজাগরণ চত্বরে। সূত্র-বাংলানিউজ২৪।

ডেনমার্ক থেকে শাহবাগ এসেছি আন্দোলনে অংশ নিয়েছি- রাসমাস পোষ্ট আপডেট হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.