১৮২৩ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী জেলা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং অতি প্রাচীন একটি জেলা। ব্রিটিশ আমলের ১৭ জেলার অন্যতম জেলা হচ্ছে নোয়াখালী। প্রাচীন সমতট অঞ্চল অর্থাৎ বর্তমান বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলাকে নিয়ে নোয়াখালী বিভাগ নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের মানুষ বিভিন্ন মাধ্যমে দাবি জানিয়ে আসছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া—এই ছয় জেলার মানুষের সংস্কৃতি ,কৃষি ও যাতায়াত সুবিধা বিবেচনা করে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করলে অত্র অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হবে। চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ প্রতিষ্ঠা হতে পারলে, ছয়টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করা অত্যন্ত যুক্তিযুক্ত একটি সিদ্ধান্ত। তাছাড়া নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী এবং নোয়াখালী পৌরসভাকে নিয়ে নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করলে সুন্দর একটি বিভাগে পরিণত হবে। এই অঞ্চলের বিভাগ চট্টগ্রাম হওয়ায় সামান্য কাজে চট্টগ্রামে আসা-যাওয়া অনেক সময় ও অর্থ নষ্ট হয়। তাই অনতিবিলম্বে নোয়াখালী বিভাগ নামে নতুন একটি বিভাগ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।